সিনসিনাটি ওপেনের শিরোপা জিতলেন ইগা শিয়াতেক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫ ২০:৫৮

আপডেট: ১৯ আগস্ট, ২০২৫ ২০:৫৯

শেয়ার

সিনসিনাটি ওপেনের শিরোপা জিতলেন ইগা শিয়াতেক
পায়োলিনিকে হারিয়ে সিনসিনাটির শিরোপা শিয়াতেকের। ছবি: সংগৃহীত। 

ইউএস ওপেন শুরু হতে আর কয়েকদিন বাকি। ঠিক তার আগেই সিনসিনাটি ওপেনে জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠলেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা শিয়াতেক। বিশ্বের তিন নম্বর এই খেলোয়াড় ফাইনালে ইতালির সপ্তম বাছাই জ্যাসমিন পায়োলিনিকে সরাসরি সেটে হারিয়ে (৭-৫, ৬-৪) ক্যারিয়ারের প্রথম সিনসিনাটি ওপেন শিরোপা জিতেছেন।

 

২৪ বছর বয়সী শিয়াতেক এই জয়ে যেন নতুন করে নিজের শক্তিমত্তার প্রমাণ রাখলেন। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি খুশি আমাদের কাজের অগ্রগতি দেখে। আমি খুশি যে সরাসরি সেটে জিতেছি। আমি জানি আমি একজন ভালো খেলোয়াড়, যে কোনো কোর্টে খেলতে পারি।” এই আত্মবিশ্বাস নিয়েই তিনি ফ্লাশিং মেডোসের পথে, যেখানে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম।

 

টুর্নামেন্টজুড়ে শিয়াতেক ছিলেন দুর্দান্ত ফর্মে। ওহাইওর কোর্টে তিনি একটিও সেট হারেননি। বরং ধারাবাহিকভাবে প্রতিপক্ষদের বিপর্যস্ত করেছেন সার্ভিস ও রিটার্নের শাণিত প্রদর্শনীতে। ফাইনালেও এর ব্যতিক্রম হয়নি। যদিও শুরুটা হয়েছিল প্রতিকূলতায় ফরাসি ওপেনের গত বছরের ফাইনালের পুনরাবৃত্তিতে পায়োলিনি শুরুতে ৩-০ গেমে এগিয়ে যান। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাঁচ গেম টানা জিতে প্রথম সেট নিজের করে নেন শিয়াতেক।

 

দ্বিতীয় সেটে লড়াইটা আরও তীব্র হয়। দুবার দুজনই একে অপরের সার্ভ ভাঙেন। তবে সপ্তম গেমে শিয়াতেক পায়োলিনির সার্ভিস ভাঙতে সফল হন। সেটিই হয়ে ওঠে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। পরে নিজের সার্ভিস ধরে রেখে দুই গেম পরই জয় নিশ্চিত করেন।

 

শিয়াতেকের খেলায় সংখ্যাগত পরিসংখ্যানও বলছে তার আধিপত্যের কথা। তিনি ম্যাচে ৯টি এস মারেন, যেখানে প্রতিপক্ষের শূন্য। এছাড়া ছয়টি ব্রেক পয়েন্টের প্রতিটিই কাজে লাগান তিনি। টানা সাফল্যের ধারায় এটি তার ১১তম ডব্লিউটিএ ১০০০ শিরোপা। আর মাত্র দুটি শিরোপা জিতলেই তিনি পৌঁছে যাবেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের রেকর্ডের সমতায়।

 

ক্যারিয়ারে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা জুলাইয়ে উইম্বলডনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন। ফলে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে শিয়াতেককে এখন অন্যতম বড় ফেভারিট ধরা হচ্ছে। শুধু একক নয়, এ বছর তিনি অংশ নেবেন ইউএস ওপেনের নতুন আঙ্গিকের মিশ্র দ্বৈত প্রতিযোগিতাতেও। সেখানে তার সঙ্গী হচ্ছেন নরওয়ের ক্যাসপার রুড।