শিরোনাম

অবৈধ নির্মাণকাজের অভিযোগে জোকোভিচকে দিতে হবে বড় অঙ্কের জরিমানা। ছবি: সংগৃহীত।
টেনিসের কোর্টে প্রতিপক্ষের কোর্টে বল পাঠাতে অভ্যস্ত নোভাক জোকোভিচ এবার কোর্টের বাইরে ভিন্ন এক চাপে পড়েছেন। স্পেনের দক্ষিণাঞ্চলীয় মার্বেল্লা শহরে নিজের সম্পত্তিতে অবৈধ নির্মাণকাজের অভিযোগে তাকে গুনতে হচ্ছে ১৫ হাজার ইউরোর মোটা অঙ্কের জরিমানা। স্থানীয় সিটি কাউন্সিলের নির্দেশ অমান্য করায় জকোভিচ ও তার স্ত্রী ইয়েলেনাকে এই শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।
মার্বেল্লা সিটি কাউন্সিল জানিয়েছে, তারা আগেই সার্বিয়ান তারকাকে অবৈধ অংশ ভেঙে ফেলার বা নির্মাণের অনুমোদন নিয়মমাফিক সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু এই শর্ত এখনো পূরণ করা হয়নি। সম্প্রতি জোকোভিচ নিয়ম মেনে চলার ইচ্ছা প্রকাশ করে দুটি নথি জমা দিলেও কাউন্সিল অতিরিক্ত সময় দিতে রাজি হয়নি। ফলে অবশেষে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।
অবৈধ নির্মাণের এই বিতর্কের মাঝেই জোকোভিচ ইউএস ওপেনের আগে সরে দাঁড়িয়েছেন দুইটি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতা সিনসিনাটি ওপেন ও ন্যাশনাল ব্যাংক ওপেন থেকে। চলতি মৌসুমে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে নামলেও ফরাসি ওপেন ও উইম্বলডনে ব্যর্থ হন তিনি। ফরাসি ওপেনে সেমিফাইনালে হারের পর উইম্বলডনেও ইতালির ইয়ানিক সিনারের কাছে হার মেনে স্বপ্ন থেমে যায়।
বর্তমানে পরিবারের সঙ্গে ছুটির মেজাজে থাকা এই সাবেক বিশ্ব নম্বর ওয়ান ইউএস ওপেনকে সামনে রেখে খুব একটা তাড়া অনুভব করছেন না। চারবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ এবার পঞ্চম শিরোপা জয়ের পাশাপাশি ইতিহাসের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম অর্জনের মিশনে নামবেন নিউ ইয়র্কে।
তবে চ্যালেঞ্জ এবার কম নয়। নতুন প্রজন্মের দুই তারকা ফরাসি ওপেনজয়ী কার্লোস আলকারাজ এবং উইম্বলডনজয়ী ইয়ানিক সিনার ইতোমধ্যেই নিজেদের গ্র্যান্ড স্ল্যাম সামর্থ্য প্রমাণ করেছেন। সাম্প্রতিক ফর্মে তারা জকোভিচের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। বিশেষত সিনারের বিপক্ষে আগের হার মানসিকভাবে সার্বিয়ান তারকাকে ভাবিয়ে তুলতে পারে।
কোর্টের ভেতর ও বাইরে এই চাপ সামলাতে পারলেই জোকোভিচের হাতে উঠতে পারে ২৫তম মেজর ট্রফি। অন্যদিকে, মার্বেল্লার জরিমানার বিষয়টি সমাধান করা হবে কি না, সেটিও তার জন্য একটি সমান্তরাল লড়াই হয়ে থাকছে।
টেনিসভক্তরা তাই অপেক্ষায় আছেন ইউএস ওপেনের মঞ্চে আবারও কি দেখা যাবে জোকোভিচের চ্যাম্পিয়নসুলভ প্রত্যাবর্তন, নাকি নতুন প্রজন্মের তরুণরা থামিয়ে দেবে তার ‘কোয়ার্টার-সেঞ্চুরি’র স্বপ্ন?
আরও পড়ুন: