শিরোনাম

টেনিসের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি দেওয়া হবে ইউএস ওপেন ২০২৫ এ। ছবি: সংগৃহীত।
টেনিস ইতিহাসে নজিরবিহীন অর্থের বন্যা বইতে যাচ্ছে আসন্ন ২০২৫ ইউএস ওপেনে। নিউইয়র্কের এই গ্রীষ্মকালীন আসর হবে প্রথম টেনিস ইভেন্ট যেখানে খেলোয়াড়দের মোট প্রাইজমানি পৌঁছাবে ৯০ মিলিয়ন ডলারে যা আগের বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২৪ সালে এই পরিমাণ ছিল ৭৫ মিলিয়ন ডলার, অর্থাৎ এক বছরে বেড়েছে ২০ শতাংশ।
পুরুষ ও নারী একক চ্যাম্পিয়নরা এবার পাবেন ৫০ লাখ ডলার করে যা গত বছরের ৩৬ লাখ ডলার থেকে ৩৯ শতাংশ বেশি। টেনিস ইতিহাসে এটিই হবে সর্বোচ্চ একক পুরস্কারের রেকর্ড। শুধু চ্যাম্পিয়ন নয়, প্রতিটি ধাপে খেলোয়াড়দের পুরস্কার অর্থে এসেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। রানার্স-আপ পাবে ২৫ লাখ ডলার (৩৯% বৃদ্ধি), সেমিফাইনালিস্ট ১২ লাখ ৬০ হাজার ডলার (২৬% বৃদ্ধি), কোয়ার্টার ফাইনালিস্ট ৬ লাখ ৬০ হাজার ডলার (২৫% বৃদ্ধি) এবং শেষ ষোলোর খেলোয়াড়রা ৪ লাখ ডলার (২৩% বৃদ্ধি) পাবে।
শুধু একক নয়, দ্বৈত প্রতিযোগিতায়ও এসেছে বড় পরিবর্তন। পুরুষ ও নারী ডাবলসে মোট পুরস্কার অর্থ বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৮ মিলিয়ন ডলারে ২০২৪ সালের তুলনায় ২৩ শতাংশ বেশি। ইতিহাসে প্রথমবার, পুরুষ ডাবলস, নারী ডাবলস ও মিশ্র ডাবলসের চ্যাম্পিয়ন দলগুলো পাবে ১০ লাখ ডলার করে। মিশ্র ডাবলস রানার্স-আপ পাবে ৪ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় অনেক বেশি।
যোগ্যতা অর্জন পর্বেও (কোয়ালিফাইং) রেকর্ড অর্থ বরাদ্দ হয়েছে ৮ মিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ১০ শতাংশ বেশি। এ ছাড়া, খেলোয়াড়দের জন্য ভ্রমণ ভাতা, থাকার খরচ ও সরঞ্জাম সাপোর্টে বরাদ্দ থাকবে অতিরিক্ত ৫ মিলিয়ন ডলার। প্রত্যেকে পাবেন ১ হাজার ডলার ভ্রমণ ভাতা, অফিসিয়াল হোটেলে দুইটি রুম (বা বিকল্পে প্রতিদিন ৬০০ ডলার) এবং প্রতি রাউন্ডে সর্বোচ্চ পাঁচটি র্যাকেটের বিনামূল্যে স্ট্রিং সেবা।
ইউএসটিএ জানায়, বিগত কয়েক বছর ধরে তারা প্রথম রাউন্ড থেকে শুরু করে সব ধাপে পুরস্কার অর্থে বড় বৃদ্ধি আনার চেষ্টা করছে, যাতে প্রতিযোগিতার প্রতিটি অংশগ্রহণকারীই অর্থনৈতিকভাবে লাভবান হয়। এ বছর সেই পরিকল্পনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আসন্ন ২২ আগস্ট থেকে ফ্লাশিং মেডোজে শুরু হবে বছরের সবচেয়ে বড় আর্থিক প্রণোদনামূলক টেনিস টুর্নামেন্ট। র্যাংকিং, মর্যাদা আর এখন অর্থের দিক থেকেও ইউএস ওপেন নতুন এক উচ্চতায় পৌঁছে গেছে।
আরও পড়ুন: