আচমকা আপসেটে বিদায় নিলেন চ্যাম্পিয়ন শিয়াওতেক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ২১:১৩

আপডেট: ৪ আগস্ট, ২০২৫ ২১:১৪

শেয়ার

আচমকা আপসেটে বিদায় নিলেন চ্যাম্পিয়ন শিয়াওতেক
শিয়াওতেকের বিদায় নিশ্চিত করে চমক দেখালেন ক্লারা তাউসেন। ছবি: সংগৃহীত।

৬ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী ইগা শিয়াওতেকের কানাডিয়ান ওপেন যাত্রা থেমে গেল এক অপ্রত্যাশিত আপসেটে। আজ (৪ আগস্ট) ডেনমার্কের উঠতি তারকা ক্লারা তাউসেনের কাছে ৭-৬ (৭-১), ৬-৩ সেটে হেরে বিদায় নিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ খেলোয়াড়। এই জয়ের মাধ্যমে উইম্বলডনের হারের প্রতিশোধও নিলেন টাউসন।

 

মাত্র এক দিন আগেই এই কোর্টেই আরেকটি বড় আপসেট ঘটে, টুর্নামেন্টের শীর্ষ বাছাই কোকো গফ হেরে যান কানাডিয়ান ১৮ বছর বয়সী ভিক্টোরিয়া এমবোকোর কাছে। এবার সেই তালিকায় যোগ হলেন পোলিশ তারকা শিয়াওতেক।

 

ম্যাচ শেষে তাউসেন বলেন, “হাওয়া একটু সমস্যা করছিল, কিন্তু আমি মাথা ঠান্ডা রেখে খেলতে চেষ্টা করেছি। দ্বিতীয় সেটে ব্রেক করেও আত্মবিশ্বাস হারাইনি, জয়ে খুবই খুশি।”

 

প্রথম সেটের টাইব্রেকারে একমাত্র পয়েন্টটি পেয়েছিলেন শিয়াওতেক, সেটিও তাউসেনের ডাবল ফল্ট থেকে। দ্বিতীয় সেটেও শুরুতেই ব্রেক পেয়ে এগিয়ে যান ড্যানিশ খেলোয়াড়। শিয়াওতেক পরে ৪-৩ ব্যবধানে ঘুরে দাঁড়ালেও পরের সার্ভিস ধরে রাখতে না পারায় শেষ আটে যাওয়া হলো না তার।

 

তাউসেনের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হবেন আমেরিকান ম্যাডিসন কিস। চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুচোভাকে ৪-৬, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে টিকে রয়েছেন কিস। যদিও জানুয়ারিতে অকল্যান্ডে একমাত্র মুখোমুখি লড়াইয়ে জিতেছিলেন তাউসেনই, তবে মাসখানেক পরই কিস অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন।