সিনারের হাতে উইম্বলডনের মুকুট, থেমে গেল আলকারাজের জয়রথ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১২:৩৬

শেয়ার

সিনারের হাতে উইম্বলডনের মুকুট, থেমে গেল আলকারাজের জয়রথ
শিরোপা জয়ের পর ইয়ানিক সিনার। ছবি: সংগৃহীত।

মাত্র ৩৫ দিন আগে ফ্রেঞ্চ ওপেনের মহাকাব্যিক ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। পাঁচ সেটের রুদ্ধশ্বাস সেই লড়াই দেখে উইম্বলডনে তাদের রিম্যাচ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু এবার গল্প লিখলেন একাই সিনার। চার সেটেই নিষ্পত্তি করে উইম্বলডনে প্রথমবারের মতো শিরোপা জিতে নিলেন এই ইতালিয়ান।


৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪—পেছিয়ে থেকেও টানা তিন সেটে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সিনার। ক্যারিয়ারে এটি তাঁর চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। একইসঙ্গে তিনি উইম্বলডন পুরুষ এককে শিরোপা জেতা প্রথম ইতালিয়ান খেলোয়াড়।


বিশেষ এই জয়ে থমকে গেল আলকারাজের টানা তৃতীয় উইম্বলডন জয়ের স্বপ্ন। ফ্রেঞ্চ ওপেনে যেভাবে আলকারাজ দুই সেট পিছিয়ে ফিরে এসেছিলেন, এবার যেন সেই ‘পেল্টা’র জবাব দিলেন সিনার। আর এটি আলকারাজের শেষ সাতটি গ্র্যান্ড স্লামে দ্বিতীয় হার, দুটোরই অপর প্রান্তে ছিলেন—সিনার!


সেন্টার কোর্টে তারার মেলা


এই মহারণ দেখতে অল ইংল্যান্ড ক্লাবের গ্যালারিতে ছিলেন টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি, হলিউড তারকা নিকোল কিডম্যান, কাইরা নাইটলির মতো মুখরা। তাঁরা প্রত্যক্ষ করলেন, কীভাবে আলকারাজের আত্মবিশ্বাসী শুরু ম্লান করে দেন ২৩ বছর বয়সী সিনার।


ট্রফি জয়ের পর আবেগঘন সিনার


ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করে সিনার বলেন, “তোমার (আলকারাজের) সঙ্গে খেলা সব সময়ই কঠিন, কিন্তু কোর্টের বাইরে আমরা খুব ভালো বন্ধু। এই ট্রফি তুমি আরও অনেকবার জিতবে।”


পরিবার ও দলের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি। ছোট ভাইকে আলাদাভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, “সপ্তাহান্তে ফর্মুলা ওয়ানের রেস না থাকায় এখানে আসতে পেরেছে।”


আলকারাজ কী বললেন?


হারের পর হতাশ হলেও আলকারাজ স্পোর্টসম্যানসুলভ মনোভাবেই বলেন, “হারটা সব সময়ই কষ্টের, কিন্তু ট্রফিটা সিনারেরই প্রাপ্য। ও অসাধারণ খেলেছে। সামনে আমাদের আরও বড় লড়াই অপেক্ষা করছে।”


নতুন যুগের দুই মহাতারকা


বিগ থ্রি যুগের অবসানে টেনিস এখন সিনার-আলকারাজের যুগে প্রবেশ করেছে। সর্বশেষ সাত গ্র্যান্ড স্লামের মধ্যে এই দুই তারকারই ভাগাভাগি। তাদের দ্বৈরথ রূপ নিচ্ছে টেনিস ইতিহাসের নতুন এক অধ্যায়ে।

এই ম্যাচ আরেকবার প্রমাণ করল—টেনিসের ভবিষ্যৎ এখন তরুণ কাঁধে, আর ইয়ানিক সিনার তাতে একজন অগ্রদূত।