শিরোনাম
.jpg)
জয় পাওয়ার পর সার্বিয়ার নোভাক জোকোভিচের সঙ্গে করমর্দন করছেন সিনার। ছবি: সংগৃহীত।
রজার ফেদেরারকে ছোঁয়ার, মার্গারেট কোর্টকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি ছিল সামনে। কিন্তু সেই স্বপ্নপথে হঠাৎই থেমে গেলেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে কোনো লড়াই গড়তেই পারলেন না এই সার্ব তারকা। দাপুটে পারফরম্যান্সে ক্যারিয়ারে প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সিনার।
শুক্রবার সেন্টার কোর্টে দ্বিতীয় সেমিফাইনালে ৩৮ বছর বয়সী জোকোভিচ ছিলেন পুরোপুরি ছায়ামানব। ইতালিয়ান তারকার কাছে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হেরে বিদায় নেন তিনি। ম্যাচ শেষ হতে সময় লাগে মাত্র এক ঘণ্টা ৫৫ মিনিট।
২০২৩ ইউএস ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম জেতেননি জোকোভিচ। এবার ছিল তাঁর সামনে ফেদেরারের ৮ উইম্বলডন শিরোপার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ। একইসঙ্গে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড গড়ার সম্ভাবনাও। কিন্তু সেগুলো থেমে রইল সিনারের বুলডোজিং টেনিসে।
অন্যদিকে দিনের প্রথম সেমিফাইনালে ২২ বছর বয়সী স্প্যানিয়ার্ড কার্লোস আলকারাস ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়েছেন টেইলর ফ্রিটজকে। পরপর দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে উঠলেন আলকারাস, যিনি এর আগে ৫টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, এর মধ্যে আছে ২০২৩ ও ২০২৪ সালের উইম্বলডন ট্রফিও।
ফাইনালে মুখোমুখি হচ্ছেন টেনিস বিশ্বের বর্তমান দুই রাজপুত্র—সিনার বনাম আলকারাস। রোমাঞ্চ আর প্রতিশোধের এক মহারণ অপেক্ষা করছে রোববারের ফাইনালে। ফরাসি ওপেন ফাইনালে হারের বদলা কি এবার নিতে পারবেন সিনার? টেনিস দুনিয়ার চোখ এখন লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের দিকে।
আরও পড়ুন: