শিরোনাম
.jpg)
রজার ফেদেরার গ্যালারিতে থাকলে যেন জেতাই ভুলে যেতেন নোভাক জোকোভিচ। উইম্বলডনের ইতিহাসে এমন নজির ছিল বেশ কয়েকবার। তবে এবার সেই ‘অভিশাপ’ কাটালেন সার্বিয়ান তারকা। সেন্টার কোর্টে সোমবার অ্যালেক্স ডি মিনোরকে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে জায়গা করে নিলেন কোয়ার্টার-ফাইনালে।
খেলার শুরুটা ছিল একদম হতাশাজনক, মাত্র আধা ঘণ্টায় হারিয়ে ফেলেন প্রথম সেট। এরপর অবশ্য পরিচিত জোকোভিচ রূপে ফিরে জিতে নেন পরের দুটি সেট। চতুর্থ সেটে ১-৪ গেমে পিছিয়ে পড়ার পর আবার ছন্দে ফেরেন, উল্টো ফেদেরারের উপস্থিতিতেই ছিনিয়ে নেন জয়। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, “এটাই হয়তো প্রথমবার তিনি সামনে বসে ছিলেন আর আমি জিতলাম। এই ‘অভিশাপ’ কাটাতে পেরে ভালো লাগছে।”
রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ এখন উইম্বলডনে কিংবদন্তি ফেদেরারের আট শিরোপার রেকর্ড ছোঁয়ার দৌড়ে। পাশাপাশি, সামনের তিনটি ম্যাচ জিতলে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হবেন তিনি, পেছনে ফেলবেন মার্গারেট কোর্টকেও।
আরও পড়ুন: