হামজা-ফাহমিদুলদের মতো ব্যাডমিন্টনেও আসছে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১২:২৪

শেয়ার

হামজা-ফাহমিদুলদের মতো ব্যাডমিন্টনেও আসছে প্রবাসীরা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবলের দিকে ঝুকেছে দর্শকরা। হামজা-শমিত সোমদের আগমনে বদলে গেছে খেলার ধরনও। তাই নতুন করে সম্ভাবনা দেখছে ভক্ত-সমর্থকরা। এবার হামজাদের পথ ধরেই ব্যাডমিন্টনে আসছেন প্রবাসী শাটলার।

১৪-১৯ জুলাই অনুষ্ঠেয় জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে আসছেন আইমান ইবনে জামান ও ফয়জুল ইসলাম জাকারিয়া। আইমান দুবারের সাবেক চ্যাম্পিয়ন। জাকারিয়া এই প্রথম আসছেন।

ব্যাডমিন্টনে প্রাইজমানিতে বিপ্লব ঘটাতে যাচ্ছে নতুন কমিটি। এবারই প্রথম ১০ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হচ্ছে। শাটলারদের আশা পূরণ হচ্ছে।

ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির বলেন, ‘শাটলারদের আর্থিক দৈন্য আমাকে কষ্ট দেয়। তাই এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০ লাখ টাকা প্রাইজমানির ঘোষণা করেছি আমরা। এককে দেড় লাখ টাকা প্রাইজমানি। আমি উদাহরণ তৈরি করতে চাই। আগে যেখানে সর্বোচ্চ তিন লাখ টাকা ছিল, সেটা ১০ লাখ করতে চাই। পরে যারা আসবেন তারা যেন প্রাইজমানি কমাতে না পারেন।’

১৫ বার বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়ন রাসেল জানিয়েছেন, ‘দীর্ঘদিন লিগ হয়নি। এবার টার্গেট হচ্ছে প্রথম বিভাগ লিগ করা। তিনটি দল খেললেও তাদের নিয়েই লিগ করব। কারণ শাটলারদের রুটি-রুজির সংস্থান হয় লিগ থেকে।’

বার্ষিক পরিকল্পনা জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘জুলাইয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের পর আগস্টে স্কুল টুর্নামেন্ট, সেপ্টেম্বরে লিগ, অক্টোবরে র‌্যাংকিং টুর্নামেন্ট, নভেম্বর ও ডিসেম্বরে সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে। আমরা ব্যাডমিন্টনের উন্নতির জন্য লাবিব গ্রুপকে পাচ্ছি। এতে আমাদের কাজ সহজ হবে।’