কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫৩

শেয়ার

কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ
বাংলাদেশ হ্যান্ডবল দল। ছবি: সংগৃহীত।

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ, আর সেখানেই চমক দেখাল বাংলাদেশ দল। শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে জয় পেয়েছে তারা। প্রথম সেটে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ২–১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় লাল–সবুজরা।

 

বিচ হ্যান্ডবলের নিয়ম কিছুটা আলাদা। প্রতিটি ম্যাচ হয় ১০ মিনিট করে দুই সেটে। একেক সেটের জয়ে নির্ধারিত হয় ফলাফল। যদি দুই দল একটি করে সেট জেতে, তাহলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে টানা দুই সেট জিততে হয়।

 

ভারতের বিপক্ষে প্রথম সেটে বাংলাদেশ হেরে বসে ১৬–২৮ গোলে। তবে দ্বিতীয় সেটে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে ১৯–১০ ব্যবধানে জয় তুলে নেয়। ফলে খেলা যায় টাইব্রেকারে, যেখানে বাংলাদেশ জয় পায় ৭–৩ গোলে।

 

এর আগের দিন দক্ষিণ আফ্রিকাকে ২–০ সেটে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন খোকন মোল্লা। ভারতের বিপক্ষেও তিনি দুর্দান্ত খেলেন এবং জয়ে বড় অবদান রাখেন।

 

লিগ ভিত্তিক এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও স্বাগতিক মালদ্বীপ। প্রতিযোগিতায় নামার আগে পল্টন ময়দানে বালুর কোর্টে বিশেষ অনুশীলন করেছিল বাংলাদেশ দল। সেই প্রস্তুতির ফল মিলছে এখন মাঠে, টানা দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সেই প্রমাণ দিল তারা।