শিরোনাম

মাইকেল জর্ডান ও কোবে ব্রায়ান্টের সই করা সেই কার্ড। ছবি: সংগৃহীত।
বাস্কেটবলের দুই কিংবদন্তি মাইকেল জর্ডান ও কোবে ব্রায়ান্টের সই করা এক বিরল কার্ড নিলামে উঠেই ভেঙে দিল রেকর্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান হেরিটেজ অকশনসের আয়োজনে অজ্ঞাত পরিচয়ের এক সংগ্রাহক কার্ডটির জন্য গুনেছেন ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৫৫ কোটি ৮৫ লাখ টাকা। এই মুহূর্তে এটিই বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়া স্মারক কার্ড।
কার্ডটির নাম “২০০৭-০৮ আপার ডেক এক্সকুইজিট কালেকশন ডুয়াল লোগোম্যান অটোগ্রাফস: জর্ডান অ্যান্ড ব্রায়ান্ট”। এক দশকেরও বেশি সময় ধরে আগের মালিকের কাছে থাকা এই অনন্য সংগ্রহটির দাম শুরুতে ধারণা করা হয়েছিল ৬০ লাখ ডলারের কাছাকাছি। কিন্তু ৮২টি বিড শেষে তা দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হয়।
এত দিন রেকর্ড ছিল ১৯৫২ সালের টপস মিকি ম্যান্টল কার্ডের, যা ২০২২ সালে বিক্রি হয়েছিল ১ কোটি ২৬ লাখ ডলারে। তবে খেলাধুলার সব সংগ্রহযোগ্য জিনিসের মধ্যে সবচেয়ে দামি হিসেবে শীর্ষে আছে বেসবল কিংবদন্তি বেব রুথের ১৯৩২ সালের “কল্ড দ্য শট” জার্সি, যার দাম উঠেছিল ২ কোটি ৪১ লাখ ২০ হাজার ডলারে।
হেরিটেজ অকশনসের পরিচালক ক্রিস আইভি এই কার্ডকে আধুনিক সংগ্রাহকদের জন্য ‘অমূল্য নিদর্শন’ আখ্যা দিয়ে বলেন, “এমন আরেকটি কার্ড আর কখনো তৈরি করা সম্ভব নয়।”
বাস্কেটবলের ইতিহাসে দুজনই মহাতারকা। মাইকেল জর্ডান শিকাগো বুলসকে ১৯৯১ থেকে ১৯৯৮ সালের মধ্যে ছয়বার এনবিএ শিরোপা এনে দেন। আর কোবে ব্রায়ান্ট দুই দশক ধরে লস অ্যাঞ্জেলেস লেকার্সকে পাঁচবার চ্যাম্পিয়ন বানান। তবে ২০২০ সালে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় অকালে প্রাণ হারান ব্রায়ান্ট।
আরও পড়ুন: