শিরোনাম

জাতীয় সামার অ্যাথলেটিকসে দ্রুততম মানবী হলেন সুমাইয়া। ছবি: সংগৃহীত।
জাতীয় সামার অ্যাথলেটিকসে দেশের দ্রুততম মানবী নিয়ে তৈরি হলো বিতর্ক। তবে শেষ পর্যন্ত হাসি ফুটেছে সুমাইয়া দেওয়ানের মুখে। বিচারকদের চূড়ান্ত সিদ্ধান্তে তিনি হয়েছেন দেশের নতুন দ্রুততম মানবী।
জাতীয় স্টেডিয়ামে আজ (২২ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয় মেয়েদের ১০০ মিটার দৌড়। দৌড় শেষ হওয়ার পরপরই শিরিন আক্তারকে দ্রুততম মানবী ঘোষণা করা হয়। তবে অল্প কিছু সময় পরেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফটোফিনিশে শিরিনকে নয়, সুমাইয়াকেই প্রথম হিসেবে গণনা করা হয়েছে। এ ঘোষণার পর শিরিন আপত্তি জানালেও শেষ পর্যন্ত বিচারকরা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন।
সুমাইয়া ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। মাত্র ০.০২ সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় হয়েছেন শিরিন (১২.২১ সেকেন্ড)। আর ১২.৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন সুমাইয়া দেওয়ান। তবে এই ফলাফলকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটি মাঠের দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, ফটোফিনিশ প্রযুক্তি ব্যবহার করেই চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: