শিরোনাম
.jpg)
ইনজুরি কাটিয়ে ফিরলেন সাবেক দ্রুততম মানব। ছবি: সংগৃহীত।
ঢাকার অ্যাথলেটিক্স অঙ্গনে আবারও দেখা যাবে বাংলাদেশের সাবেক দ্রুততম মানব ইমরানুর রহমানকে। আসন্ন ২২-২৪ আগস্ট শুরু হতে যাওয়া ১৭তম সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি। বাংলাদেশ নৌবাহিনীর হয়ে নাম লিখিয়েছেন তিনটি ইভেন্টে, ১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটার রিলে।
প্যারিস অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার পর প্রায় এক বছরের বিরতি কাটিয়েছেন ইমরান। জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো আসরে আর দেখা যায়নি তাকে। ইনজুরির ধাক্কায় দূরে ছিলেন ট্র্যাক থেকে। ফলে ফেব্রুয়ারির জাতীয় অ্যাথলেটিক্সে নামতে পারেননি, আর সেই সুযোগেই দ্রুততম মানবের মুকুট গেছে ইসমাইলের হাতে। এবার তবে ফের দেখা যাবে ইমরান-ইসমাইল দ্বৈরথ, যা নিয়ে আগ্রহ তুঙ্গে অ্যাথলেটিক্স মহলে।
ঢাকায় গত শুক্রবার (১৫ আগস্ট) এসে পৌঁছান ইমরানুর। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে একদিন বিশ্রাম নেন, তারপরই আজ সকালে নেমে পড়েছেন জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে। পরিচিত পরিবেশে ফেরার সেই মুহূর্তে ইমরানের চোখেমুখে ছিল দৃঢ় প্রত্যয়।
ইমরানের ফিরে আসা নিঃসন্দেহে বাংলাদেশ অ্যাথলেটিক্সের জন্য বড় প্রাপ্তি। দীর্ঘদিন ধরে এই ট্র্যাকে আন্তর্জাতিক মানের প্রতিযোগীর উপস্থিতি ছিল সীমিত। তার অংশগ্রহণ তরুণদের জন্য যেমন প্রেরণা, তেমনি দর্শকদের জন্য বাড়তি আনন্দ। বিশেষত ইসমাইলের সঙ্গে তার লড়াই এবার প্রতিযোগিতাকে এনে দেবে নতুন মাত্রা।
অন্যদিকে জাতীয় ফুটবল দলও প্রতিদিন বিকেলে একই স্টেডিয়ামে অনুশীলন করছে। তবে সামার অ্যাথলেটিক্সের দিনগুলোতে স্টেডিয়াম ব্যস্ত থাকবে সকাল থেকে রাত অবধি। এ কারণে বাফুফে সাময়িকভাবে তাদের অনুশীলন রাতের সেশনে সরিয়ে দিয়েছে। যদিও আজকের জাতীয় দল কমিটির সভার পর স্থায়ী সূচি নির্ধারিত হবে।
আরও পড়ুন: