বিশ্বকাপ খেলতে জাপান যাচ্ছে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ২১:৩৩

আপডেট: ১৭ আগস্ট, ২০২৫ ১২:১৭

শেয়ার

বিশ্বকাপ খেলতে জাপান যাচ্ছে বাংলাদেশ 
স্পোগোমি বিশ্বকাপ খেলতে জাপান যাচ্ছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

খেলার মাঠে বল, ব্যাট বা নেট নয়, এবার বিশ্বকাপের টিকিট মিলল ময়লা কুড়িয়ে। শুনতে অদ্ভুত লাগলেও জাপানের উদ্যোগে অনুষ্ঠিত ‘স্পোগোমি ওয়ার্ল্ড কাপ’-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। রাজধানীর উত্তরায় আয়োজিত এক ব্যতিক্রমী টুর্নামেন্ট থেকে বাছাই হয়েছে দেশের প্রতিনিধি দল।

 

জাপানে ২০২৩ সালে প্রথমবারের মতো ২১টি দেশকে নিয়ে আয়োজন করা হয়েছিল স্পোগোমি বিশ্বকাপ। খেলাটির মূল দর্শন হলো, পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করা। নির্দিষ্ট সময়ের মধ্যে দলগুলোকে যত বেশি সম্ভব বর্জ্য সংগ্রহ করতে হয়। শুধু কুড়িয়ে নিলেই হলো না, প্রতিটি বর্জ্য শ্রেণিভেদে ভাগ হয় এবং তার ভিত্তিতেই নির্ধারিত হয় পয়েন্ট।

 

বাংলাদেশে আয়োজন করা এই বাছাই প্রতিযোগিতায় আবেদন করেছিল শতাধিক দল। সেখান থেকে লটারির মাধ্যমে ৬০টি দল অংশ নেয়ার সুযোগ পায়। প্রতিটি দলে ছিল তিনজন খেলোয়াড়। নির্ধারিত ৬০ মিনিটে কে কত বেশি ময়লা কুড়িয়ে কতটা সঠিকভাবে শ্রেণিবিন্যাস করতে পারে, তার ওপর নির্ভর করেছে জয়-পরাজয়।

 

অবশেষে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘ইকো ফাইটারস’। তাঁদের হাত ধরেই এবার বিশ্বমঞ্চে প্রথমবারের মতো জায়গা করে নিল বাংলাদেশ।

 

অভূতপূর্ব এই সুযোগে উচ্ছ্বাস প্রকাশ করেছে দলটির সদস্যরা। তাদের ভাষায়, “স্পোগোমি কেবল একটি খেলা নয়, এটি আমাদের পরিবেশ রক্ষার প্রতিজ্ঞার প্রতিফলন। ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা নিয়ে এগোতে চাই।”

 

বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে স্পোগোমিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘ওয়ান ব্যাগ ট্র্যাশ’। সংগঠনের প্রতিষ্ঠাতা আবরার হানিফ নিজ উদ্যোগে এই বিশ্বকাপের জন্য আবেদন করেন। আবেদন গৃহীত হওয়ার পর তিনিই এগিয়ে আসেন বাছাই প্রক্রিয়া আয়োজনের দায়িত্ব নিতে। শেষ পর্যন্ত জাপানি প্রতিনিধি দলের উপস্থিতিতে নির্ধারিত হয় ‘ইকো ফাইটারস’ দলের নাম।

 

পরিবেশ রক্ষার প্রচারণায় অভিনব এই খেলাটি বাংলাদেশে যে নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিল, তাতে সন্দেহ নেই। এখন বিশ্বদরবারে সবুজ বার্তা পৌঁছে দেওয়ার মিশনে যাত্রা শুরু করেছে তরুণ যোদ্ধারা।