আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত মুনতাহার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ০৩:৫০

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৬:৪৯

শেয়ার

আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত মুনতাহার
সংবাদমাধ্যমের মুখোমুখি সিদরাতুল মুনতাহা। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত মুনতাহার অনুর্ধ্ব-১২ মেয়েদের বিভাগে বাংলাদেশের দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা আসন্ন ফিদে বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ -এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কাজাখস্থানে শুরু হতে যাওয়া এই আসরে মুনতাহার অংশগ্রহণ দীর্ঘদিন অনিশ্চিত ছিল। যাতায়াত ও আবাসনের জন্য কোনো স্পন্সর না পাওয়ায় তার যাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।
 
অল্প বয়সেই মুনতাহা ভারত ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে কৃতিত্বের সঙ্গে অংশ নিয়ে দেশের সুনাম কুড়িয়েছেন। কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। বিষয়টি নজরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, মুনতাহার পাশে দাঁড়িয়ে তার যাতায়াত ও আবাসনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।
 
আমিনুল হক জানিয়েছেন, প্রতিভাবান খেলোয়াড়দের সহযোগিতায় তিনি সবসময়ই সক্রিয় থাকবেন। তিনি বলেন, জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে জাতীয় পাঠ্যসূচিতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা গড়ে তোলা হবে এবং সেখানে স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এছাড়া অভিজ্ঞ খেলোয়াড়দের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
 
তিনি আরও ঘোষণা দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া “নতুন কুঁড়ি”র ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে, যাতে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।