প্যারিস অলিম্পিকে ১০০ মিটারে রৌপ্যজয়ী রিচার্ডসন গ্রেফতার 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৮:৫৬

শেয়ার

প্যারিস অলিম্পিকে ১০০ মিটারে রৌপ্যজয়ী রিচার্ডসন গ্রেফতার 
নতুন বিতর্কে স্প্রিন্ট কুইন শা’ক্যারি রিচার্ডসন। ছবি: সংগৃহীত।

বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার শা’ক্যারি রিচার্ডসনকে যুক্তরাষ্ট্রের সিয়াটল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পারিবারিক সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ইউএসএ টুডে স্পোর্টস। এ ঘটনা ঘটেছে ২৭ জুলাই সন্ধ্যায়, ঠিক যুক্তরাষ্ট্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপের চার দিন আগে।

 

পুলিশ রিপোর্টের বরাতে জানা যায়, ২৫ বছর বয়সী এই অ্যাথলেট বিমানবন্দরে এক পুরুষ সঙ্গীর সঙ্গে তর্কে জড়ান এবং একপর্যায়ে তাকে ধাক্কা দিলে তিনি পাশের একটি পিলারে গিয়ে পড়েন। ঘটনার পর রিচার্ডসনকে গ্রেপ্তার করা হলেও পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়।

 

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি পোর্ট অব সিয়াটল পুলিশ ডিপার্টমেন্ট, রিচার্ডসনের এজেন্ট বা যুক্তরাষ্ট্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড কর্তৃপক্ষ।

 

ঘটনার পরদিন, অর্থাৎ শুক্রবার, ওরিগনের ইউজিনে অনুষ্ঠিত ইউএস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ইভেন্টে অংশ নিয়ে হিট রাউন্ডে দৌড়ান রিচার্ডসন, তবে পরে সেমিফাইনাল থেকে সরে দাঁড়ান। তার এই সিদ্ধান্তের পেছনে গ্রেপ্তারের ঘটনা কতটা প্রভাব ফেলেছে, তা এখনও অস্পষ্ট।

 

তবে ২০২৩ সালে বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে শিরোপা জেতার কারণে, রিচার্ডসন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

 

রিচার্ডসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সময়কাল নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। টোকিও অলিম্পিকসের সময় মাদক সেবনের কারণে বিতর্কে জড়ানো এই স্প্রিন্টার পরে ঘুরে দাঁড়িয়ে নিজের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছিলেন। প্যারিস অলিম্পিকে ১০০ মিটারে রৌপ্য জয়ের মধ্য দিয়ে তার প্রত্যাবর্তন ছিল দৃষ্টিনন্দন। এই নতুন ঘটনা তার ক্যারিয়ার ও ইমেজের উপর কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।