পাকিস্তানে নিখোঁজ অলিম্পিক স্বর্ণজয়ী জার্মান অ্যাথলেটের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ২০:৩৩

আপডেট: ৩১ জুলাই, ২০২৫ ১৩:০১

শেয়ার

পাকিস্তানে নিখোঁজ অলিম্পিক স্বর্ণজয়ী জার্মান অ্যাথলেটের মৃত্যু
কারাকোরাম মাউন্টেন রেঞ্জে লরা ডালমায়ারের অকালমৃত্য। ছবি: সংগৃহীত।

জার্মানির দুইবারের অলিম্পিক স্বর্ণজয়ী বায়াথলন তারকা লরা ডালমায়ার পাকিস্তানে পর্বতারোহণকালে প্রাণ হারিয়েছেন। সোমবার (২৮ জুলাই) কারাকোরাম মাউন্টেনরেঞ্জে অভিযাত্রার সময় ৫,৭০০ মিটার উচ্চতায় লায়লা চূড়ায় পাথরধসের কবলে পড়ে মারা যান ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ পর্বতারোহী।

 

ঘটনার সময় ডালমায়ারের সঙ্গে ছিলেন আরেক আরোহী মারিনা এভা। দুর্ঘটনার পর তিনিই জরুরি সেবায় ফোন করে সহায়তা চান। তবে প্রতিকূল আবহাওয়া ও দুর্গম অবস্থানের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষজ্ঞ দল উদ্ধার চেষ্টায় অংশ নিলেও, শেষ পর্যন্ত ২৯ জুলাই সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।

 

বুধবার (২৮ জুলাই) ডালমায়ারের ব্যবস্থাপনা সংস্থা আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। তারা জার্মান সংবাদমাধ্যম ‘ডি ভেল্ট’-কে জানায়, ডালমায়ার সম্ভবত ২৮ জুলাইতেই মারা যান, এবং তার পূর্বলিখিত ইচ্ছা অনুযায়ী তার দেহ পর্বতেই রেখে দেওয়া হয়েছে।

 

ব্যবস্থাপনা সংস্থাটি আরও জানায়, “এটি ছিল লরার স্পষ্ট ও লিখিত ইচ্ছা—এ ধরনের পরিস্থিতিতে কেউ যেন তাকে উদ্ধারের চেষ্টায় নিজের জীবন ঝুঁকিতে না ফেলেন। তার পরিবারও এই সিদ্ধান্তে একমত।”

 

জার্মান অলিম্পিক ক্রীড়া কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, “তিনি শুধু একজন চ্যাম্পিয়ন নন, ছিলেন অন্তর্জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও মানবিকতার প্রতীক।”

 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রি বলেন, “এই মৃত্যু অলিম্পিক পরিবারের জন্য গভীরভাবে ধাক্কা। তিনি তার প্রিয় পর্বতের কোলে প্রাণ হারিয়েছেন। আমরা তাকে চিরদিন মনে রাখব।”

 

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার এক শোকবার্তায় বলেন, “ডালমায়ার ছিলেন আমাদের দেশের একজন সম্মানজনক প্রতিনিধি, যিনি সীমান্ত পেরিয়ে শান্তিপূর্ণ ও আনন্দময় সহাবস্থানের আদর্শ হয়ে উঠেছিলেন।”

 

২০১৮ সালের পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকে ডালমায়ার জার্মানির হয়ে দুইটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন। তিনিই প্রথম নারী অ্যাথলেট যিনি একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারস্যুট ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন। পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি মোট ১৫টি পদক জেতেন, যার মধ্যে সাতটি ছিল স্বর্ণ।

 

২০১৯ সালের মে মাসে প্রতিযোগিতামূলক ক্রীড়া থেকে অবসর নেওয়ার পর ডালমায়ার নিয়মিতভাবেই পর্বতারোহণে অংশ নিচ্ছিলেন। এবার সেই প্রিয় পাহাড়েই হল তার শেষ সমাধি।