জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিনাত ফেরদৌস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৮:০৫

আপডেট: ২৯ জুলাই, ২০২৫ ১৮:০৫

শেয়ার

জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিনাত ফেরদৌস
জাতীয় বক্সিংয়ের ফাইনালে নাম লেখালেন জিনাত ফেরদৌস। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই নজর কাড়লেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে পৌঁছে গেছেন ফাইনালে।

 

ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে মঙ্গলবার সেমিফাইনালে জিনাত মুখোমুখি হন আয়শা খাতুনের। শুরু থেকেই নিয়ন্ত্রণে রেখে একতরফা লড়াইয়ে জয় তুলে নেন তিনি। ৫২ কেজি ওজন বিভাগে অংশগ্রহণকারী মাত্র ছয়জন হওয়ায় ‘বাই’ পেয়ে সরাসরি সেমিফাইনালে ওঠার সুযোগ পেয়েছিলেন জিনাত।

 

এটাই তার প্রথম জাতীয় প্রতিযোগিতা হলেও দেশের গণ্ডি পেরিয়ে এর আগেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে চিনিয়েছেন জিনাত। গুডওয়েল বক্সিং ক্লাবের হয়ে খেললেও আসলে তিনি বাংলাদেশের হয়ে একাধিকবার লড়েছেন বৈশ্বিক রিংয়ে।

 

২০২৩ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় লাইট ফ্লাইওয়েট (৪৮-৫০ কেজি) বিভাগে সোনা জিতেছিলেন এই যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার। শুধু তাই নয়, পর্তুগালের ব্রাগা ওপেনেও নিজের বিভাগে ছিলেন সেরা। আর পোল্যান্ডে অনুষ্ঠিত আরেকটি আন্তর্জাতিক আসরে পেয়েছেন ব্রোঞ্জ পদক।

 

জিনাতের যাত্রা প্রমাণ করে—অভিজ্ঞতা, প্যাশন ও পরিশ্রম একসাথে থাকলে দেশ-বিদেশে সাফল্যের দরজা খোলা থাকেই। এবার দেশের জাতীয় চ্যাম্পিয়নশিপে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফাইনালে পৌঁছেছেন। সামনে রয়েছে স্বর্ণপদকের লড়াই।

 

তবে তার এই অংশগ্রহণ জাতীয় বক্সিংয়ের জন্যও এক দারুণ বার্তা—বিদেশে থাকা প্রতিভারাও এখন দেশের রিংয়ে নিজেদের মেলে ধরতে চাইছেন। জিনাত ফেরদৌস যেন সেই নতুন ধারা ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছেন।