রেলিগেশনে সিরি-আ খেলোয়াড়দের বেতন কাঁটা পড়বে ২৫%

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৯:০৮

শেয়ার

রেলিগেশনে সিরি-আ খেলোয়াড়দের বেতন কাঁটা পড়বে ২৫%
সিরি আ-তে রেলিগেশনে পড়লে স্বয়ংক্রিয়ভাবে খেলোয়াড়দের বেতন কাটা পড়বে ২৫ শতাংশ। ছবি: সংগৃহীত।

ইতালির শীর্ষ ফুটবল লিগ সিরি আ-তে খেলোয়াড়দের জন্য যুক্ত হলো নতুন এক শর্ত। অবনমন হলে স্বয়ংক্রিয়ভাবে ২৫ শতাংশ কমে যাবে বেতন। ইতালিয়ান ফুটবলার্স অ্যাসোসিয়েশন (এআইসি) ও সিরি-আ কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত নতুন চুক্তিতে এ বিধান কার্যকর হবে আগামী পাঁচ বছরের জন্য।

 

মঙ্গলবার (৫ আগস্ট) ঘোষিত এই চুক্তি অনুযায়ী, যা এই মৌসুমের দলবদলের শেষ দিন ২ সেপ্টেম্বর এর পর সই হওয়া সব নতুন চুক্তিতে নিয়মটি প্রযোজ্য হবে। উদ্দেশ্য, অবনমনের ধাক্কায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর চাপ কিছুটা লাঘব করা।

 

নতুন নিয়মে খেলোয়াড়দের বেতন কেটে নেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে, যদি না চুক্তিতে ভিন্ন কোনো শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকে। তবে ইতিমধ্যে যেসব খেলোয়াড় চুক্তি সই করেছেন, তাদের বেতন পূর্বনির্ধারিত শর্তেই বহাল থাকবে।

 

প্রোমোশন পেলে, অর্থাৎ ক্লাব যদি আবার সিরি আ-তে ফেরে, তবে সংশ্লিষ্ট খেলোয়াড়দের বেতন আবারও আগের নির্ধারিত অঙ্কে ফিরে যাবে। এতে অবনমনের ধাক্কা থেকে উঠে দাঁড়ানো ক্লাবগুলো দ্রুত আর্থিক স্থিতি ফেরাতে পারবে বলে আশা করা হচ্ছে।

 

চুক্তিতে আরও যুক্ত হয়েছে ন্যূনতম বেতনের কাঠামো, যা খেলোয়াড়ের বয়সের ভিত্তিতে নির্ধারিত হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অবনমনের পরও এই ন্যূনতম বেতন কমানো যাবে না। ফলে তরুণ বা সিনিয়র সব বয়সী খেলোয়াড়ের জন্যই ন্যূনতম আর্থিক সুরক্ষা থাকবে।

 

ইতালিয়ান ফুটবলে আর্থিক স্বচ্ছতা ও স্থিতিশীলতা আনতে সাম্প্রতিক সময়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। লিগে অংশগ্রহণকারী অনেক ক্লাবই অবনমনের পর খেলোয়াড়দের উচ্চ বেতন কাঠামোর কারণে ঋণে জড়িয়ে পড়ে। নতুন চুক্তি সে বোঝা কিছুটা কমাবে বলে ফুটবল বিশ্লেষকদের অভিমত।