হাজার গোলের দৌড়ে আরও এক কদম এগিয়ে রোনালদো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১৩:০৩

শেয়ার

হাজার গোলের দৌড়ে আরও এক কদম এগিয়ে রোনালদো
হ্যাটট্রিক করা ফেলিক্সকে রোনালদোর অভিবাদন। ছবি: সংগৃহীত।

সৌদি সুপার কাপে ফাইনালের হতাশা ঝেড়ে ফেলে দারুণভাবে নতুন মৌসুম শুরু করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচেই আল তাউওনের মাঠে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে ৫–০ ব্যবধানে।

 

দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নতুন তারকা হোয়াও ফেলিক্স। চেলসি থেকে গত মাসে যোগ দেওয়া এই পর্তুগিজ মিডফিল্ডার অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে নজর কাড়েন। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল এনে দেন তিনি, এরপর ৬৭ ও ৮৭ মিনিটে আরও দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।

 

ফেলিক্সের উৎসবের ফাঁকেও নিজের ছাপ রেখেছেন রোনালদো। পেনাল্টি থেকে গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন ‘সিআর সেভেন’। এ পর্যন্ত তাঁর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৯৪০-এ, অর্থাৎ এক হাজারের মাইলফলকে পৌঁছাতে বাকি মাত্র ৬০ গোল। বয়স ৪০ পেরোনোর পর গোল আর অ্যাসিস্ট মিলে ইতিমধ্যে ৪০ এর বেশি অবদান রাখলেন তিনি। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, পেনাল্টি থেকে রোনালদোর গোলসংখ্যা এখন ১৭৬।

 

ম্যাচের গোলদাতাদের তালিকায় নাম লিখিয়েছেন আল নাসরের আরেক নতুন খেলোয়াড় কিংসলে কোমানও। রোনালদো ও কোমান এক মিনিটের ব্যবধানে দুটি গোল করেন, যা ম্যাচের ব্যবধান আরও বড় করে দেয়।

 

এ জয় দিয়ে মৌসুমের শুভসূচনা করলেও আল নাসরের সামনে অপেক্ষা করছে ব্যস্ত সূচি। আন্তর্জাতিক বিরতির পর ১৪ সেপ্টেম্বর তারা মাঠে নামবে আল খোলুদের বিপক্ষে।

 

এর আগে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামবেন রোনালদো। ৬ সেপ্টেম্বর আর্মেনিয়া আর ১০ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে লড়বে পর্তুগাল।