এএফসি চ্যাম্পিয়ন ফিরমিনোর নতুন গন্তব্য কাতারের আল-সাদ
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১২:৫৭
শেয়ার
ফিরমিনোর নতুন গন্তব্য কাতারের আল-সাদ। ছবি: সংগৃহীত।
এশিয়ার শ্রেষ্ঠত্ব ছোঁয়ার আনন্দ এখনো তরতাজা। দুই মাস আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট জয় করে ইতিহাস গড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রবের্তো ফিরমিনো। সেই স্মৃতি সঙ্গে নিয়েই এবার নতুন ঠিকানায় পাড়ি জমালেন তিনি। সৌদি আরবের ক্লাব আল-আহলি ছাড়িয়ে এবার খেলবেন কাতারের ঘরোয়া লিগের পরাশক্তি আল-সাদের হয়ে।
আল-আহলির সঙ্গে ফিরমিনোর চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত। তবে দুই পক্ষের সমঝোতায় আগেভাগেই শেষ হয়েছে সেই অধ্যায়। নতুন ক্লাব আল-সাদের সঙ্গে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ দুই বছর। সৌদি আরবের সফল এক মৌসুম শেষে কাতারে শুরু হচ্ছে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।
লিভারপুলের হয়ে আট মৌসুম কাটানোর পর ২০২৩ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলিতে যোগ দেন ফিরমিনো। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে নজর কাড়েন। তবে আসল নায়ক বনে যান ২০২৪ সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট আসরে। আল-আহলিকে এনে দেন প্রথম মহাদেশীয় শিরোপা। টুর্নামেন্টে করেন ৬টি গোল, ফাইনালে করেন দুই অ্যাসিস্ট। দুর্দান্ত পারফরম্যান্সে জেতেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।
ক্লাব ছাড়ার সময় আবেগাপ্লুত ফিরমিনো বলেন, “এই দুই বছরে আমরা একসঙ্গে ইতিহাস গড়েছি। সবচেয়ে স্মরণীয় ছিল এশিয়ার শ্রেষ্ঠত্ব জয় করা। আমি গর্বিত এবং কৃতজ্ঞ।” ক্লাবটিও সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তায় বিদায় জানিয়েছে তাদের অন্যতম সেরা বিদেশি খেলোয়াড়কে।
নতুন মৌসুমে কাতারের সবচেয়ে সফল ক্লাব আল-সাদের হয়ে মাঠে নামবেন ফিরমিনো। ১৮ বারের লিগজয়ী দলটি সর্বশেষ মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছে কাতার স্টার্স লিগে। আগের সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আবারও জয়ের স্বপ্ন নিয়েই শুরু হচ্ছে ফিরমিনোর কাতার অধ্যায়।