শিরোনাম

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ছবি: সংগৃহীত।
ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি চলতি বছরেই শেষ হওয়ার কথা। তাই অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো নতুন কোনো ক্লাবেই দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। তবে সব জল্পনার অবসান ঘটতে চলেছে, ইএসপিএনের খবর অনুযায়ী, মেসি মায়ামির সঙ্গেই নতুন চুক্তি করতে যাচ্ছেন।
২০২৩ সালের জুলাইয়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ বছরেই। বেশ কিছুদিন ধরে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছিল, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না আসায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি ক্লাবও নাকি আগ্রহ দেখিয়েছিল তাঁকে দলে টানার জন্য। তবে সর্বশেষ তথ্য বলছে, আলোচনায় প্রায় সব বিষয়ে মেসি ও মায়ামির মধ্যে সমঝোতা হয়ে গেছে। এখন কেবল কিছু আনুষ্ঠানিকতা শেষ হলেই নতুন চুক্তি অনুমোদনের জন্য যাবে মেজর লিগ সকার কর্তৃপক্ষের কাছে।
আগামী বছর বিশ্বকাপ খেললে সেটিই হবে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে মায়ামির সঙ্গে তাঁর নতুন চুক্তি দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ ক্লাব পর্যায়ে আরও কয়েক মৌসুম মাঠে দেখা যাবে মেসির জাদু। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দলের চেহারা পাল্টে দিয়েছেন তিনি। প্রথম মৌসুমেই জেতান ক্লাব ইতিহাসের প্রথম বড় ট্রফি্ লিগস কাপ। পরের মৌসুমে রেকর্ড পয়েন্ট নিয়ে জেতান সাপোর্টার্স শিল্ড, যদিও প্লে-অফের প্রথম রাউন্ডেই থেমে যায় যাত্রা।
এ মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন মেসি। এখন পর্যন্ত দলের হয়ে ২১ ম্যাচে ২০ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন আরও ১১ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে খেলা ৬২ ম্যাচে তাঁর গোল সংখ্যা ৫৪। মেজর লিগ সকারে রেকর্ডও চমকপ্রদ,৪৬ ম্যাচে ৪১ গোল ও ২৭ অ্যাসিস্ট।
সব মিলিয়ে পরিষ্কার ইঙ্গিত মিলছে, মেসির ভবিষ্যৎ এখনো মায়ামির সঙ্গেই যুক্ত। অর্থাৎ মেজর লিগ সকারে আরও কয়েক মৌসুম দেখা যাবে আর্জেন্টাইন জাদুকরকে।
আরও পড়ুন: