মেসির গোল-অ্যাসিস্টে সিয়াটলের বিপক্ষে মায়ামির মধুর প্রতিশোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৫

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৫

শেয়ার

মেসির গোল-অ্যাসিস্টে সিয়াটলের বিপক্ষে মায়ামির মধুর প্রতিশোধ
গোল উদযাপনে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত।

দুই ম্যাচ গোলশূন্য থাকার পর লিওনেল মেসি আবারও জ্বলে উঠলেন। তার গোল আর অ্যাসিস্টে সিয়াটল সাউন্ডার্সকে ৩–১ গোলে হারিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) গুরুত্বপূর্ণ জয় তুলে নিল ইন্টার মায়ামি।

 

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মায়ামি। ১২ মিনিটেই স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে গোলে সহায়তা করেন মেসি। এরপর ৪১ মিনিটে সেই আলবার পাস থেকে নিজেই জালে বল পাঠান আর্জেন্টাইন মহাতারকা। ক্যারিয়ারের এটি তার ৮৮০তম গোল। চলতি বছরে ৪০ গোল অবদান পূর্ণ করলেন মেসি, আর টানা ১৯তম বছর অন্তত ৪০ গোল অবদানের অনন্য রেকর্ড গড়লেন।

 

বিরতির পরও থামেনি মায়ামি। ৫২ মিনিটে ইয়ান ফ্রে দলকে ৩-০তে এগিয়ে নেন। যদিও ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস সাউন্ডার্সের হয়ে একটি গোল শোধ করেন।

 

এই জয়টা মায়ামির জন্য শুধু তিন পয়েন্ট নয়, প্রতিশোধও বটে। মাত্র দুই সপ্তাহ আগে, ১ সেপ্টেম্বর লিগস কাপের ফাইনালে সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা। সেই ক্ষতই মুছে দিল এই জয়।

 

তবে এদিন মায়ামি দলে ছিলেন না লুইস সুয়ারেজ। লিগস কাপ ফাইনালের পর হাতাহাতি আর বিতর্কিত ঘটনায় থুতু নিক্ষেপের দায়ে তিনি ছয় ম্যাচ (লিগস কাপ) এবং তিন ম্যাচ (এমএলএস) নিষিদ্ধ হন। শাস্তির কারণে সিয়াটলের বিপক্ষে মাঠে নামতে পারেননি উরুগুইয়ান ফরোয়ার্ড।

 

হার থেকে ঘুরে দাঁড়িয়ে মায়ামি এখন আবার শীর্ষ চারের লড়াইয়ে। ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তারা উঠে এসেছে পঞ্চম স্থানে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে এখনো ৮ পয়েন্ট পিছিয়ে আছে, তবে মায়ামির হাতে তিন ম্যাচ বেশি বাকি।

 

আগামী ২১ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে হাভিয়ের মাচেরানোর দল।