শিরোনাম

পেনাল্টি মিস করে মেসির হতাশা। ছবি: সংগৃহীত।
জাতীয় দলের হয়ে সাফল্যের রঙিন মুহূর্ত পেছনে ফেলে ক্লাব জার্সিতে হতাশার স্বাদ পেলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার পেনাল্টি মিস যেন কাল হয়ে দাঁড়াল ইন্টার মায়ামির জন্য। সেই সুযোগ কাজে লাগিয়ে শার্লট এফসি নিজেদের মাঠে পেল দারুণ জয়। ইসরায়েলি ফরোয়ার্ড ইদান তোকলোমাতির দুর্দান্ত হ্যাটট্রিকে ফ্লোরিডার ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা।
বাংলাদেশ সময় রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের পরিসংখ্যান খুব একটা একপেশে ছিল না। ৫৯ শতাংশ বল দখলে রেখেছিল মায়ামি, দুই দলই সমান ১০টি করে শট নেয় এবং লক্ষ্যে রাখে ৪টি করে। কিন্তু কাজে লাগাতে পারেনি মায়ামি, সুযোগগুলো পরিণত হয় তোকলোমাতির জাদুতে শার্লটের গোল উৎসবে। ২১ বছরের কম বয়সীদের মধ্যে এমএলএস ইতিহাসে ১৯৯৮ সালের পর তিনিই প্রথম খেলোয়াড় যিনি টানা সাত ম্যাচে সরাসরি গোলের সঙ্গে যুক্ত হলেন।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল মায়ামির সামনে। ষষ্ঠ মিনিটে জর্দি আলবার শট ঠেকান শার্লটের গোলরক্ষক কাহলিনা। এরপর আসে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত ৩২ মিনিটে পাওয়া পেনাল্টি। পানেনকা নিতে চেয়েছিলেন মেসি, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক তার অভিপ্রায় বুঝে ফেলেন এবং সহজেই ঠেকিয়ে দেন শটটি।
সেখান থেকেই পাল্টে যায় ম্যাচ। দুই মিনিট পরই কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় শার্লট, তোকলোমাতির পায়ে আসে প্রথম গোল। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবার গোল করেন তিনি, এবার সহায়তা দেন উইলফ্রাইড জাহা। শেষদিকে আবারও স্পটকিক পান শার্লট, সেটিও নিখুঁতভাবে সম্পন্ন করে হ্যাটট্রিক পূর্ণ করেন তোকলোমাতি।
টানা দ্বিতীয় ম্যাচে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না লুইস সুয়ারেজ, তার অনুপস্থিতিতে আরও নিষ্প্রভ লাগে ক্লাবটিকে। শেষ চার ম্যাচে তিনটিতে জয়হীন মায়ামি যেখানে ধুঁকছে, সেখানে শার্লট গড়েছে নিজেদের রেকর্ড টানা নবম জয়।
আরও পড়ুন: