সুয়ারেজ নৈপুণ্যে সেমিফাইনালে ইন্টার মায়ামি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১২:০৬

আপডেট: ২১ আগস্ট, ২০২৫ ১২:২৭

শেয়ার

সুয়ারেজ নৈপুণ্যে সেমিফাইনালে ইন্টার মায়ামি
মেসিবিহীন মায়ামিকে সেমিফাইনালে তুললেন সুয়ারেজ। ছবি: সংগৃহীত। 

ইন্টার মায়ামির ভাগ্যবদল যেনো হলো পুরনো এক নামেই, লুইস সুয়ারেজ। তার অভিজ্ঞতা, ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত আর নিখুঁত ফিনিশিং মিলিয়ে টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়ে  লিগস কাপের সেমিফাইনালে উঠল মায়ামি। অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি, লাল কার্ডের কারণে কোচ হাভিয়ের মাশ্চেরানোও ছিলেন দর্শক গ্যালারিতে। তবু মায়ামির গৌরব রঙ ছড়াল সুয়ারেজের জোড়া গোলে।

 

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে মেক্সিকোর ক্লাব টাইগ্রেস ইউএএনএলকে আতিথ্য দেয় মায়ামি। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল, মেসিহীন দলের আক্রমণভাগে আলাদা ধরণের কৌশল থাকছে। ২৩ মিনিটে সেই কৌশল সফল হয়, যখন হাভিয়ের আকুইনোর হাতে বল লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে জালের ঠিকানা খুঁজে নেন সুয়ারেজ।

 

কিন্তু স্বস্তি স্থায়ী হয়নি। প্রথমার্ধের শেষ দিকে জর্দি আলবার সঙ্গে তেলাস্কো সেগোভিয়ার সংঘর্ষে মাঠজুড়ে নেমে আসে শঙ্কা। আলবা খেলা চালালেও শেষ পর্যন্ত বিরতির পর আর নামতে পারেননি। এর মাঝেই অপ্রত্যাশিত এক ঘটনা বদলে দেয় মায়ামির ডাগআউট। বিরতির সময় রেফারির সঙ্গে বিতণ্ডায় লাল কার্ড পান কোচ মাশ্চেরানো। ফলে দ্বিতীয়ার্ধে তাকে সরে যেতে হয় গ্যালারিতে, সহকারী কোচকে ফোনে নির্দেশনা দিয়েই বাকি কাজ সামলান তিনি।

 

টাইগ্রেস হাল ছাড়ার দল নয়। ৬৭ মিনিটে আনহেল কোরেয়ার গোলে সমতায় ফেরে মেক্সিকানরা। স্টেডিয়ামের পরিবেশে তখন চাপা উত্তেজনা, মনে হচ্ছিল খেলা হয়তো টাইব্রেকার কিংবা অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু মায়ামির গোলমুখে এক সুপরিচিত দৃশ্য আবারও হাজির হলো।

 

৮৯ মিনিটে আবারো পেনাল্টি পায় মায়ামি। দায়িত্ব নেন সেই সুয়ারেজই। গোলরক্ষক নাহুয়েল গুজম্যানকে দ্বিতীয়বারের মতো পরাস্ত করে নিশ্চিত করেন জয়। বাঁশি বাজতেই সমর্থকরা বুঝে যায়, তাদের রাতের নায়ক আর কেউ নন, পুরনো বার্সেলোনা জুটি থেকে আসা উরুগুইয়ান মহাতারকা।

 

মেসি ছিলেন দর্শকসারিতে, সতর্কতা অবলম্বন করে বিশ্রাম নিয়েছেন পেশির চোটের কারণে। তার অনুপস্থিতি সামলাতে সুয়ারেজই হয়ে ওঠেন মায়ামির সবচেয়ে বড় ভরসা। তবে বড় চিন্তা এখন কোচ মাশ্চেরানোর নিষেধাজ্ঞা, সেমিফাইনালেও তিনি ডাগআউটে থাকতে পারবেন না।