শিরোনাম
.jpg)
ম্যাচ হেরে বিমর্ষ ইন্টার মায়ামি দল। ছবি: সংগৃহীত।
ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই দুই দলের একটি করে গোল হয়ে জমে উঠেছিল লড়াইয়ের আভাস। তবে শুরুর সেই উত্তেজনা মিলিয়ে যায় দ্রুতই। এক পর্যায়ে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় অরল্যান্ডো সিটি, আর লিওনেল মেসিকে ছাড়া মাঠে নামা ইন্টার মায়ামি হয়ে পড়ে অসহায়। শেষ পর্যন্ত মেজর লিগ সকারের এই লড়াইয়ে মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় অরল্যান্ডো।
অরল্যান্ডোর কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস মুরিয়েল জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন। আর্জেন্টাইন উইঙ্গার মার্তিন ওহেদা দুটি গোলে সহায়তা এবং একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের আগে কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছিলেন, চোটের কারণে মেসিকে পাওয়া যাবে না, যা লিগস কাপের পর দ্বিতীয় ম্যাচে তার অনুপস্থিতি।
যদিও বল দখলে (৫৪ শতাংশ) এগিয়ে ছিল মায়ামি, মাঠে কার্যকারিতায় তারা পিছিয়ে ছিল অনেক। পুরো ম্যাচে অরল্যান্ডো নেয় ২১টি শট, যার ১২টি ছিল লক্ষ্যে। চোট কাটিয়ে ফেরা গোলকিপার অস্কার উস্তারির আটটি সেভ না থাকলে মায়ামির পরাজয় আরও লজ্জাজনক হতো। জর্দি আলবা, রদ্রিগো দে পল, সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেসের মতো তারকারা থাকলেও কেউ জ্বলে উঠতে পারেননি।
দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় অরল্যান্ডো। আলবার ভুলে বল পেয়ে ওহেদার পাস থেকে মুরিয়েল গোল করেন। তিন মিনিট পরই মায়ামি সমতায় ফেরে ইয়ানিক ব্রাইটের দুর্দান্ত ভলিতে—এটি তার মেজর লিগ সকার ক্যারিয়ারের প্রথম গোল। প্রথমার্ধে আক্রমণে আধিপত্য দেখিয়েও আর গোল পায়নি অরল্যান্ডো, তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র।
৫০তম মিনিটে মুরিয়েল একক প্রচেষ্টায় গোল করে আবার এগিয়ে দেন দলকে। ৫৮তম মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে ওহেদা ব্যবধান বাড়ান। এরপর ৬৭তম মিনিটে প্রায় মাঝমাঠ থেকে সুয়ারেসের চোখধাঁধানো শট ঠেকান অরল্যান্ডো গোলকিপার। শেষ দিকে, ৮৮তম মিনিটে মার্কো পাসালিচের গোল নিশ্চিত করে অরল্যান্ডোর বড় জয়।
এই জয়ে ফ্লোরিডা ডার্বিতে চলতি মৌসুমে দুই ম্যাচেই মায়ামিকে তিন গোলের ব্যবধানে হারাল অরল্যান্ডো। ঘরের মাঠে মায়ামির বিপক্ষে এখনো অপরাজিত তারা। ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে আছে অরল্যান্ডো। ৪২ পয়েন্ট নিয়ে ছয়ে মায়ামি, যদিও তাদের খেলা ম্যাচ মাত্র ২৩টি। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া।
আরও পড়ুন: