শিরোনাম
.jpg)
পুরো আগস্ট মাস মাঠের বাইরে থাকবেন মেসি। ছবি: সংগৃহীত।
ম্যাচের বয়স তখন ১১ মিনিট। চেজ স্টেডিয়ামে রাতটা জমে উঠছিল, গ্যালারিতে চোখে পড়ছিল মায়ামির গোলাপি-কালো সমর্থকদের রঙিন ঢেউ। কিন্তু হঠাৎ যেন সব থেমে গেল। মাঠে পড়ে আছেন লিওনেল মেসি। গা ছমছম করা এক নিস্তব্ধতা! টিভি ক্যামেরা তার মুখের ক্লোজআপে ধরা পড়ালো অস্বস্তির ছাপ। ডান পায়ে হাত দিয়ে চেপে ধরেছেন হ্যামস্ট্রিং।
ইন্টার মায়ামি বনাম নেকাক্সা ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ সমতায় গড়ালেও, টাইব্রেকারে ৫-৪ গোলে মায়ামি জয় পেলেও সবকিছুর ওপর ছায়ার মতো চেপে বসে রইল মেসির চোটের খবর। কী হয়েছিল, কতটা গুরুতর, কতদিনের জন্য মাঠের বাইরে?
খবরগুলো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বড় বড় ক্রীড়া সংবাদমাধ্যমে। ইউএসএ টুডে, ফক্স স্পোর্টস, দ্য সকার বিজনেস সবাই বলছে মেসির পুরোনো হ্যামস্ট্রিং ইনজুরি ফিরে এসেছে। এ চোট যদি তিন থেকে চার সপ্তাহের হয়, তাহলে শুধু লিগস কাপ নয়, এমএলএস-এর আগস্ট সূচির গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও মেসিকে পাওয়া যাবে না।
মায়ামির গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ ৬ আগস্ট, প্রতিপক্ষ পুমাস উনাম। এরপর একে একে মাঠে নামতে হবে অরল্যান্ডো সিটি, এলএ গ্যালাক্সি, ডিসি ইউনাইটেড, শিকাগো ফায়ারের বিপক্ষে। সব মিলিয়ে পাঁচটি ম্যাচ, যেগুলোর প্রতিটিই গুরুত্বপূর্ণ। আর এই সময়টা যদি মেসিবিহীন কাটাতে হয়, তাহলে মায়ামির জন্য কঠিন সময় অপেক্ষা করছে।
তবে একটাই ইতিবাচক দিক মেসিকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়নি, তিনি নিজের পায়ে হেঁটে গেছেন ড্রেসিংরুমে। তা সত্ত্বেও, তার অনুপস্থিতি শুধু মাঠে নয়, ক্লাবের মনোবল ও বাণিজ্যিক ভারসাম্যেও বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্ব এখন প্রশ্ন করছে মেসির জন্য কী অপেক্ষা করছে সামনে? তিনি কি দ্রুত ফিরতে পারবেন? আর ইন্টার মায়ামি তারা কী পারবে এই কঠিন সময়টায় নিজেদের ধরে রাখতে?
আরও পড়ুন: