জোড়া গোলের পরের ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৫:১৪

শেয়ার

জোড়া গোলের পরের ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি
মেসির হ্যামস্ট্রিং ইনজুরিতে চিন্তায় ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত।

ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের লিগস কাপের ম্যাচে নেইকাক্সার বিপক্ষে মাঠে নামলেও, চিরপরিচিত জাদু দেখানোর আগেই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।

 

যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেইলে স্থানীয় সময় রোববারের (২ আগস্ট) এই ম্যাচের একাদশ মিনিটেই ঘটে ঘটনাটি। নেইকাক্সার ডিফেন্ডার আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষে পড়ে যান মেসি। এরপর কিছুক্ষণ খেললেও হঠাৎ করেই মাঝমাঠে বসে পড়েন তিনি। মাঠে তখন তাঁর আশপাশে কেউ ছিলেন না। ফিজিওরা এসে দ্রুত মাঠে প্রবেশ করেন, এবং কিছুক্ষণ পর মেসি নিজেই ধীরে ধীরে মাঠ ছাড়েন।

 

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো জানান, মেসি হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছিলেন। “তিনি একটু অস্বস্তি অনুভব করেছিলেন, তবে সেটি কতটা গুরুতর তা এখনই বলা যাচ্ছে না। কাল স্ক্যানের পর বিষয়টি পরিষ্কার হবে,” বলেন মাশ্চেরানো। “ব্যথা খুব বেশি ছিল না, তবে একটা টান অনুভব করেছেন তিনি।”

 

ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। তবে পুরো ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন মেসি এবং তাঁর ইনজুরি।

 

৩৮ বছর বয়সী এই ফুটবল আইকন ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন এবং অধিনায়কের দায়িত্বে আছেন। চলতি মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে তিনি শীর্ষ গোলদাতাদের একজন। লিগস কাপের প্রথম ম্যাচে আটলাস গুয়াডালাজার বিপক্ষে তাঁর দুটি অ্যাসিস্ট ছিল আলোচিত।

 

তবে ইন্টার মায়ামিতে আসার পর থেকেই ইনজুরির সমস্যা পিছু ছাড়ছে না। ২০২৩ সালে তিনি ক্লাবের ১২টি ম্যাচের মধ্যে খেলেন মাত্র ছয়টিতে। এ বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়েও পায়ের পেশিতে চোট পেয়েছিলেন।

 

ইন্টার মায়ামির মালিকানায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। দলে মেসির গুরুত্ব অপরিসীম। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে ক্লাব ও সমর্থকদের দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েছে।

 

এখন অপেক্ষা স্ক্যান রিপোর্টের। ইনজুরি গুরুতর না হলেও কিছুদিন বিশ্রাম হয়তো প্রয়োজন হবে, বিশেষ করে যদি টানা মৌসুমের ধকল থেকে তাকে সুরক্ষিত রাখতে হয়।