শিরোনাম
.jpg)
মাঠে অনধিকার প্রবেশে নিষেধাজ্ঞায় মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো। ছবি: সংগৃহীত।
লিওনেল মেসির ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন চুয়েকো লিগস কাপ ২০২৫-এর বাকি ম্যাচগুলোর জন্য টেকনিক্যাল এরিয়ায় নিষিদ্ধ হয়েছেন। ইন্টার মায়ামি ও অ্যাটলাসের মধ্যকার ম্যাচ শেষে মাঠে অননুমোদিত প্রবেশের দায়ে এই সিদ্ধান্ত নেয় টুর্নামেন্টের ডিসিপ্লিনারি কমিটি।
গত বুধবার (৩০ জুলাই) চেইস স্টেডিয়ামে ম্যাচ শেষে দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে, মেসির দেহরক্ষী চুয়েকো মাঠে প্রবেশ করে ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন। যদিও তার কোনো অফিসিয়াল ম্যাচ এক্রেডিটেশন ছিল না, তারপরও তিনি সরাসরি খেলোয়াড়দের মাঝে প্রবেশ করেন, যা লিগের নিয়ম অনুযায়ী একটি গুরুতর লঙ্ঘন।
লিগস কাপ কমিটি এক বিবৃতিতে জানায়, “ইন্টার মায়ামির এক প্রতিনিধির অনুপযুক্ত আচরণের কারণে তাঁকে লিগস কাপ ২০২৫-এর বাকি অংশের জন্য সব টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মায়ামিকে একটি জরিমানা করা হয়েছে।”
সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছেন ইয়াসিন চুয়েকো মেসির ব্যক্তিগত নিরাপত্তাকর্মী এবং সাবেক নেভি সিল। তিনি খেলার মাঠে খেলোয়াড়দের মধ্যে বিরোধ থামাতে গিয়ে অ্যাটলাসের খেলোয়াড়দের সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন।
অ্যাটলাসের ডিফেন্ডার ম্যাথিউস ডোরিয়া এ প্রসঙ্গে বলেন, “মেসির নিরাপত্তার জন্য তাঁর দেহরক্ষী থাকা স্বাভাবিক, কিন্তু খেলোয়াড়দের মধ্যে আলোচনায় তাঁর এমনভাবে ঢুকে পড়া মেনে নেওয়ার মতো নয়।”
চুয়েকোকে আগেও মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে সাইডলাইনে উপস্থিত থাকতে নিষিদ্ধ করা হয়েছিল, যদিও ক্লাবের নিরাপত্তা ব্যবস্থায় তিনি তখনও যুক্ত ছিলেন।
ইন্টার মায়ামি এবং মেসি ফ্যানদের মধ্যে চুয়েকো একজন পরিচিত মুখ। তাঁর ছায়াসঙ্গীর মতো উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনার জন্ম দিয়েছে। তবে বারবার নিয়ম ভাঙার ঘটনায় তাঁকে ঘিরে বিতর্কও বেড়েছে।
আরও পড়ুন: