লিওনেল মেসির জাদুতে আবারও রোমাঞ্চকর জয় ইন্টার মায়ামির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১২:০৭

শেয়ার

লিওনেল মেসির জাদুতে আবারও রোমাঞ্চকর জয় ইন্টার মায়ামির
সতীর্থকে গোল করিয়ে উল্লসিত মেসি। ছবি: সংগৃহীত।

শেষ মুহূর্তে মেসির জাদুকরী পাস, সুয়ারেসের নিখুঁত সহায়তা আর ভাইগান্টের গোলে জয় ছিনিয়ে নিল ইন্টার মায়ামি। মেক্সিকোর আতলাস এফসির বিপক্ষে লিগস কাপের উত্তেজনায় ঠাসা ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে মেসির দল। ম্যাচের নায়ক হয়তো নামেনি স্কোরশিটে, কিন্তু দু’টি গোলই এসেছে লিওনেল মেসির পা হয়ে।

 

ম্যাচের ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে মেসির পাস পেয়ে বক্সের মধ্যে বল বাড়ান সুয়ারেস। ফিরতি বল আবার পৌঁছায় মেসির পায়ে। এবার গোলমুখে আলতো টোকায় বল বাড়ান আর্জেন্টাইন মহাতারকা। সেই বল এগিয়ে এসে পা বাড়িয়ে জালে জড়ান মার্সেলো ভাইগান্ট। প্রথমে অফসাইড মনে হলেও ভিএআর দেখে গোল বৈধ ঘোষণা করেন রেফারি।

 

প্রথমার্ধে গোলে হয়নি বলেই যেন দুই দল দ্বিতীয়ার্ধে নামেন আক্রমণের মিশনে। ৫৮তম মিনিটে মেসির দারুণ এক অ্যাসিস্ট থেকে গোল করেন আইয়েন্দে। যদিও তার আগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সের্হিও বুসকেতস, যিনি ডিফেন্স চেরা পাসে খুঁজে পান মেসিকে।

 

৮০তম মিনিটে আতলাস গোল শোধ করে সমতা ফেরায়। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের নায়ক হয়ে ওঠেন মেসিই। দুর্দান্ত এই ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে আরেক আর্জেন্টাইন রদ্রিগো দে পলের, যিনি প্রথম ম্যাচেই চমৎকার ছাপ রেখে গেছেন।

 

মায়ামির পক্ষে ম্যাচে বল দখলের দিক দিয়ে এগিয়ে ছিল তারা (৫৫%), শট নেয় ১৯টি, যার মধ্যে ৫টি লক্ষ্যে। আতলাসের গোলমুখে শট ছিল ১৫টি, যার ৭টি ছিল টার্গেটে। তবে দিন শেষে পার্থক্য গড়ে দেয় যাঁর নাম মেসি। গোল না করেও যিনি ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেন তাঁর পায়ের জাদুতে।