মেজর লিগ সকারে থমাস মুলারের অধ্যায় শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ২১:০৯

আপডেট: ৩০ জুলাই, ২০২৫ ২১:০৯

শেয়ার

মেজর লিগ সকারে থমাস মুলারের অধ্যায় শুরু
ভ্যানকুভার হোয়াইটক্যাপসে যোগ দিয়েছেন জার্মান তারকা থমাস মুলার। ছবি: সংগৃহীত।

জার্মান ফুটবল কিংবদন্তি থমাস মুলারকে দলে নিতে যাচ্ছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ভ্যানকুভার হোয়াইটক্যাপস। একাধিক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ৩৫ বছর বয়সী এই তারকা খেলোয়াড়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পথে ক্লাবটি। এটি হতে যাচ্ছে ভ্যানকুভার হোয়াইটক্যাপসের ইতিহাসের সবচেয়ে আলোচিত ও হাইপ্রোফাইল সাইনিং।

 

চুক্তিটি সম্পন্ন করতে ভ্যানকুভারকে প্রথমে পেতে হবে মুলারের ‘ডিসকভারি রাইটস’। এমএলএসের নিয়ম অনুযায়ী, এই রাইটস কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে ঘিরে কোনো ক্লাবকে বিশেষ আলোচনা ও চুক্তির সুযোগ দেয় এবং অন্য ক্লাবগুলোকে সেই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করে।

 

বর্তমানে মুলারের ডিসকভারি রাইটস রয়েছে এফসি সিনসিনাটির হাতে। তবে চলতি বছরের এপ্রিল মাসে তারা মুলারকে দলে টানার চেষ্টা করলেও বিশ্বকাপজয়ী এই তারকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। দ্য অ্যাথলেটিক ও ইএসপিএন এর তথ্য অনুযায়ী, ভ্যানকুভার এখন সিনসিনাটির সঙ্গে আলোচনার চূড়ান্ত ধাপে আছে, এবং প্রায় ৪ লাখ মার্কিন ডলার জেনারেল অ্যালোকেশন মানি দিয়ে এই রাইটস কেনার ব্যাপারে সমঝোতা প্রায় চূড়ান্ত।

 

থমাস মুলার বায়ার্ন মিউনিখের হয়ে টানা ১৭টি মৌসুম খেলেছেন। জার্মান ক্লাবটির ইতিহাসে অন্যতম সফল ও দীর্ঘতম ক্যারিয়ারে তিনি করেছেন ৭৫৬টি ম্যাচে ২৫০টি গোল। দলটির হয়ে জিতেছেন ৩৩টি শিরোপা, যার মধ্যে রয়েছে ১৩টি বুন্দেসলিগা লিগ শিরোপা ও দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

 

জাতীয় দলের হয়েও দারুণ সফল মুলার। জার্মানির জার্সি গায়ে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচে ৪৫টি গোল রয়েছে তার নামের পাশে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

 

বর্তমানে এমএলএসের ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানকুভার হোয়াইটক্যাপস। ১৩ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে দলটির পয়েন্ট ৪৫। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে তাদের ওপরে আছে কনফারেন্স লিডার সান ডিয়েগো এফসি। মুলার যদি দলে যোগ দেন, তাহলে লিগের শিরোপা লড়াইয়ে ভ্যাঙ্কুভার অনেকটাই বাড়তি আত্মবিশ্বাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

মুলারের অভিজ্ঞতা, পজিশন ভ্যারিয়েশন এবং নেতৃত্বগুণ ভ্যানকুভার হোয়াইটক্যাপসের জন্য এক বিশাল সম্পদ হয়ে উঠতে পারে—বিশেষ করে তারা যখন লিগ শিরোপার পথে অন্যতম দাবিদার।