‘খেলিনি বলে নিষেধাজ্ঞা!’ - ক্ষুব্ধ মেসি, আইনের সমালোচনায় ইন্টার মায়ামি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১১:২০

শেয়ার

‘খেলিনি বলে নিষেধাজ্ঞা!’ - ক্ষুব্ধ মেসি, আইনের সমালোচনায় ইন্টার মায়ামি
অল স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ লিওনেল মেসি। ছবি: সংগৃহীত।

নিষেধাজ্ঞার শাস্তিটা হয়তো নিয়ম মেনে, তবু মেনে নিতে পারছেন না লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে না খেলায় তাঁকে ও জর্দি আলবাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, ক্ষোভ প্রকাশ করেছেন মেসি নিজেই। ক্লাব ইন্টার মায়ামির স্বত্বাধিকারী হোর্হে মাস জানালেন, শুধু মেসি ননএই সিদ্ধান্তের বাস্তবতা মানতে পারছেন না আলবাও।

 

সমর্থক ও সংবাদমাধ্যমের ভোটে এবারের অল স্টার দলে জায়গা পেয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু মেক্সিকোর লিগা এমএক্স অল স্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে নামেননি দুজনের কেউই। এমএলএসের নিয়ম অনুযায়ী, পূর্বানুমতি ছাড়া অল স্টার ম্যাচে না খেললে সংশ্লিষ্ট খেলোয়াড়দের পরবর্তী একটি লিগ ম্যাচে নিষিদ্ধ করা হয়। সেই নিয়ম মেনেই নিষেধাজ্ঞা। কিন্তু ইন্টার মায়ামি জানায়, মেসি ও আলবার না খেলার সিদ্ধান্ত ক্লাবের, এবং ম্যাচের আগে লিগ কর্তৃপক্ষকে তা জানানো হয়েছিল।

 

তবু রেহাই মেলেনি। ফলে বাংলাদেশ সময় রোববার ভোরে এফসি সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না মেসি ও আলবা। কোচ হাভিয়ের মাসচেরানো আগেই জানিয়েছিলেন, টানা ম্যাচ খেলে অবসন্ন থাকায় অল স্টার ম্যাচে খেলতে পারেননি তারা।

 

কিন্তু খেলোয়াড়দের কাছে এই ‘শাস্তি’ অপ্রত্যাশিতই। হোর্হে মাস জানালেন, “মেসি আজ খুব হতাশ… প্রচণ্ড ক্ষুব্ধ। তারা তো খেলতেই চায়, প্রতিযোগিতা করতে চায়। ওদের প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক। কেউই বুঝে উঠতে পারছে না, একটিমাত্র প্রদর্শনী ম্যাচে না খেললে কেন এমন নিষেধাজ্ঞা আসবে।”

 

মাস আরও বলেন, “আইন আছে বলেই সেটা প্রয়োগ হচ্ছে, কিন্তু এই আইনের বাস্তবতা আসলেই খুব কঠোরখেলোয়াড়দের প্রস্তুতি, ক্লাবের পরিকল্পনাসবকিছুর মাঝে এমন এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পুরো মৌসুমকেই প্রভাবিত করতে পারে।”

 

এই নিষেধাজ্ঞা শুধু এক ম্যাচে অনুপস্থিতি নয়, বরং ভবিষ্যতে এমএলএসে বড় তারকা আনার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে শঙ্কা ফুটবল বোদ্ধাদের। মেসির মতো মহাতারকার জন্য নিয়মে কিছুটা মানবিক ব্যতিক্রম রাখার আহ্বান উঠতে শুরু করেছে ইতোমধ্যে।