শিরোনাম
.jpg)
গোলের পর সতীর্থদের সাথে উদযাপনে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত।
এক ম্যাচ বিরতিতে গোলখরা কাটিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) ফের জ্বলে উঠলেন লিওনেল মেসি। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে রোববার রাতে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। শুধু গোল করেই থেমে থাকেননি, করেছেন দারুণ এক অ্যাসিস্টও। আর তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি পেয়েছে দাপুটে এক জয়—৫-১ গোলের।
রেড বুল অ্যারেনায় শুরুটা যদিও ছিল মায়ামির জন্য হতাশার। ম্যাচের ১৪ মিনিটেই আলেক্সান্ডার হেকের গোলে এগিয়ে যায় রেড বুলস। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২৪ মিনিটে বক্সের বাইরে থেকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে জাদুকরী পাস বাড়িয়ে দলকে সমতায় ফেরান মেসি, আর সেখান থেকে গোল করেন জর্দি আলবা। গোলটি মেসির ক্যারিয়ারে নতুন এক মাইলফলকও যুক্ত করে, ২০০৭ সাল থেকে টানা ১৯টি পঞ্জিকাবর্ষে অন্তত ৩০ গোলে সরাসরি অবদান!
প্রথমার্ধেই ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের করে নেয় ইন্টার মায়ামি। এরপর তেলাসকো সেগোভিয়া করেন জোড়া গোল - একটি ২৭ মিনিটে, আরেকটি প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। ফলে বিরতির আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্লোরিডার ক্লাবটি।
বিরতির পর মেসির একক প্রদর্শনী শুরু। ৬০ মিনিটে সের্হিও বুসকেতসের চমৎকার এক পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। এরপর ৭৫ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে দ্বিতীয় গোলটি করে রোনালদোকে ছাড়িয়ে যান এক গুরুত্বপূর্ণ রেকর্ডে, ক্যারিয়ারে পেনাল্টি ছাড়া সবচেয়ে বেশি গোলের মালিক এখন মেসি, তাঁর নন-পেনাল্টি গোলসংখ্যা দাঁড়াল ৭৬৪টি, রোনালদোর ৭৬৩টিকে পেছনে ফেলে। এই রেকর্ড গড়তে মেসির লেগেছে ১৬৭ ম্যাচ কম।
এ জয় মায়ামিকে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে আরও ওপরে তুলেছে। এখন তারা ২১ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৪ হারে ৪১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচ নম্বরে। তালিকার শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৪৭, তবে তারা মায়ামির চেয়ে তিন ম্যাচ বেশি খেলেছে। ফলে মেসিদের সামনে আরও ওপরে ওঠার সুযোগ যথেষ্টই আছে।
রোববারের পারফরম্যান্স আবারও প্রমাণ করল - মেসি মানেই শুধু গোল নয়, তিনি একা পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। আর তার উপস্থিতিই ইন্টার মায়ামিকে করে তুলছে ভয়ঙ্কর এক প্রতিপক্ষ।
আরও পড়ুন: