টানা ৫ ম্যাচে জোড়া গোলের রাতে মেসির ফ্রি কিকেও ইতিহাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ০৯:৫৬

শেয়ার

টানা ৫ ম্যাচে জোড়া গোলের রাতে মেসির ফ্রি কিকেও ইতিহাস
এমএলএসে আবারও ফ্রি কিকে গোল করেছেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স

মেজর লিগ সকারে যেন মেসির গোল উৎসব চলছে প্রতিদিন! এবারও ব্যতিক্রম হলো না। ন্যাশভিলের বিপক্ষে নিজের টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে এই জয়ের মধ্য দিয়ে এমএলএসে আরও একটি অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।


মেসি এর আগে জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল (দুইবার), কলম্বাস ও নিউ ইংল্যান্ডের বিপক্ষে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন ৩৮ বছর বয়সী তারকা। তবে ন্যাশভিলের বিপক্ষে তাঁর কীর্তি শুধু জোড়া গোলেই সীমাবদ্ধ থাকেনি—একটি এসেছে চমৎকার ফ্রি কিকে, আরেকটি প্রতিপক্ষ গোলকিপারের ভুল উপহার থেকে।


ম্যাচের ১৭তম মিনিটে ফাউল আদায় করে ফ্রি কিক পান মেসি। সেই ফ্রি কিক থেকে নিচু শটে মানবদেয়াল চিরে কাছের পোস্ট দিয়ে বল পাঠান জালে—গোলকিপারের হতবাক প্রতিক্রিয়া জানান দেয় সেটি কতটা নিখুঁত ছিল। এই গোলের মাধ্যমে ফ্রি কিকে ৬৯তম গোল করে মেসি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্কোস আসুনসিওকে। এখন তিনি রয়েছেন সর্বকালের ফ্রি কিক গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে।


৬২তম মিনিটে মেসির দ্বিতীয় গোলটি আসে ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের মারাত্মক ভুল থেকে। সতীর্থের ব্যাক পাস নিতে গিয়ে তিনি হোঁচট খেয়ে বসেন মেসির কাছেই। বল পেয়ে ঠাণ্ডা মাথায় জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।


ন্যাশভিল অবশ্য ম্যাচে ফিরে আসে ৪৯তম মিনিটে হ্যানি মুখতারের গোলে। কিন্তু তাতে ম্যাচের ভাগ্য বদলায়নি।


এই জয়ে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মায়ামি। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা এখন ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে। তিন ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে ন্যাশভিল আছে তিন নম্বরে। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া।


মেসির এমন গোলময় ফর্ম দেখে মনে হচ্ছে—বয়স শুধু সংখ্যামাত্র। ফুটবল মাঠে এখনও তিনিই সেই জাদুকর, যিনি প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে পারেন একাই।