গোলবন্যার ম্যাচে নেভেসের হ্যাটট্রিক, পিএসজির দারুণ জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১২:৪৪

আপডেট: ৩১ আগস্ট, ২০২৫ ১২:৪৪

শেয়ার

গোলবন্যার ম্যাচে নেভেসের হ্যাটট্রিক, পিএসজির দারুণ জয়
হ্যাটট্রিক করে জোয়াও নেভেসকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: সংগৃহীত।

লিগ ওয়ান সবসময়ই চমকের জন্ম দেয়, তবে রোববার (৩১ আগস্ট) রাতে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) প্রদর্শনী ছিল চোখ ধাঁধানো। ম্যাচের প্রথম আধা ঘণ্টাতেই চার গোল করে চ্যাম্পিয়নরা কার্যত জয় নিশ্চিত করে ফেলে। পর্তুগিজ তরুণ তারকা জোয়াও নেভেস হ্যাটট্রিক করে ছাপিয়ে যান সবার আলো কেড়ে নেওয়া উসমান দেম্বেলে ও ব্র্যাডলি বার্কোলাকেও। গোলের লড়াইয়ে পিছিয়ে না থাকলেও শেষ পর্যন্ত ৬-৩ গোলে হার এড়াতে পারেনি তুলুজ।

 

পিএসজি ম্যাচ শুরু করে আগ্রাসী ভঙ্গিতে। প্রতিপক্ষকে কোণঠাসা করে মাত্র সাত মিনিটেই এগিয়ে যায় তারা। সেট পিস থেকে দেম্বেলের উঁচু করে বাড়ানো বলে ডি-বক্সে চমৎকার এক বাইসাইকেল কিক নেন জোয়াও নেভেস। বল সোজা জালে গিয়ে থামে, আর সমর্থকদের মনে জাগিয়ে তোলে রোমাঞ্চ।

 

গোল হজমের ধাক্কা সামলানোর আগেই আবারও ধাক্কা খায় তুলুজ। নবম মিনিটে ফাবিয়ান রুইসের থ্রু বল ধরে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে শট নেন ফরাসি ফরোয়ার্ড বার্কোলা। নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান হয়ে যায় দ্বিগুণ।

 

কর্নার থেকে আসা ১৬তম মিনিটের আক্রমণেই স্কোরলাইন ৩-০। আবারও বাইসাইকেল কিকে জালে বল পাঠান নেভেস। এদিন তাঁর পায়ের জাদুতে স্তম্ভিত হয়ে যায় তুলুজের রক্ষণভাগ।

 

২৯তম মিনিটে তরুণ দিজিরে দুয়ে ডি-বক্সে ফাউলের শিকার হলে রেফারির বাঁশি বাজে স্পট কিকের জন্য। নেভেস এগিয়ে এসে গোলের সুযোগ ছাড়লেন সতীর্থকে। দেম্বেলের বদলে দায়িত্ব নিলেন তিনিই, আর নিখুঁত শটে ব্যবধান দাঁড়ায় ৪-০। ম্যাচ তখন কার্যত একতরফাই মনে হচ্ছিল।

 

তবে হাল ছাড়েনি তুলুজ। ৩৭তম মিনিটে চার্লি ক্রেসওয়েল হেডে গোল করে ব্যবধান কমান। বিরতিতে যাওয়ার সময় সমর্থকদের মনে তখনও জেগেছিল ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আশা।

 

কিন্তু বিরতির পর শুরুতেই আবার আঘাত হানে পিএসজি। ৫১তম মিনিটে বার্কোলা বক্সে ফাউলের শিকার হন। দ্বিতীয় পেনাল্টিতে শট নিতে এগিয়ে আসেন দেম্বেলে। ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি উইঙ্গার।

 

ম্যাচের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত আসে ৭৮তম মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শটে জালে বল জড়ান নেভেস। এদিন তাঁর হ্যাটট্রিক পূর্ণ হলো, আর স্কোরলাইন দাঁড়াল ৬-১। পিএসজি সমর্থকদের উল্লাস তখন তুঙ্গে।

 

শেষ দিকে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ায় তুলুজ। ইয়ান ও আলেক্সিস দুটি গোল করে ব্যবধান কিছুটা কমান। কিন্তু ম্যাচের ফল তখন অনেক আগেই লেখা হয়ে গিয়েছিল।

 

৬-৩ গোলের এই জয় পিএসজিকে টানা তৃতীয় জয়ে শীর্ষে তুলেছে। ৯ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছে তারা। অন্যদিকে, মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে তুলুজ। তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট, অবস্থান ষষ্ঠ স্থানে।