মিলিতাও ও এমবাপের গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০১:০৬

শেয়ার

মিলিতাও ও এমবাপের গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো বার্নাববিউয়ে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ সাদামাটা শুরুর পর অসাধারণ দুটি গোলে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে। ম্যাচের প্রথম গোলটি করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও। ফেদেরিকো ভালভের্দের পাসে প্রায় ৩৫ গজ দূর থেকে আচমকা বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিলিতাও, যা প্রথমার্ধের একমাত্র উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে রইল।


দ্বিতীয়ার্ধের শুরুতেই কিলিয়ান এমবাপে আরও একটি দুর্দান্ত শট নেন। ভিনিসিউস জুনিয়রের কাছ থেকে ডি-বক্সের কাটব্যাক পেয়ে ২২ গজ দূর থেকে আরেকটি গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এতে রিয়াল মাদ্রিদ সহজেই জয়ের পথে এগিয়ে যায়। এমবাপে চলতি মৌসুমে লা লিগায় তার পঞ্চম গোলের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে ধারাবাহিকভাবে জালের দেখা পেয়েছেন।


৬৬তম মিনিটে মুহূর্তের ব্যবধানে এমবাপে ও ভিনিসিউস দু’জনেই দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। দুইবার গোলরক্ষকের দিকে শট নেওয়ার পর ফাঁকায় বল পেলেও পোস্টের দিকে পাঠায় ভিনিসিউস। এরপরও এস্পানিওল কিছু করতে পারছিল না এবং ম্যাচে নাটকীয়তা ফেরানো সম্ভব হয়নি।


এই জয়ে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়ে গেল রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা, ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এস্পানিওল।