চ্যাম্পিয়ন্স লিগের আগে ভয়ঙ্কর রূপে বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:২৭

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৩

শেয়ার

চ্যাম্পিয়ন্স লিগের আগে ভয়ঙ্কর রূপে বার্সেলোনা
জয়ের পর বার্সেলোনা দল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতির পর দারুণভাবে ঘরের মাঠে ফিরল বার্সেলোনা। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচে ভালেন্সিয়াকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

পুরো ম্যাচে দাপট দেখায় হান্সি ফ্লিকের শিষ্যরা। ফের্মিন লোপেসের চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যাওয়ার পর চোখধাঁধানো এক দীর্ঘপাল্লার গোলও করেন তিনি। বদলি নেমে জোড়া গোল করেন রাফিনিয়া, আর দেরিতে যোগ দিয়ে দুই গোল করেন পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

শুধু গোলেই নয়, পরিসংখ্যানেও স্পষ্ট ছিল বার্সেলোনার প্রাধান্য। বল দখলে ছিল ৭২ শতাংশ সময়, গোলের উদ্দেশ্যে ২৪ শটের মধ্যে ১০টি ছিল টার্গেটে। বিপরীতে ভালেন্সিয়া নিতে পেরেছে মাত্র দুই শট, যার একটি লক্ষ্যভেদী।

প্রথমার্ধে একমাত্র গোলটি করেন লোপেস। বিরতির পর ঝড় তোলে কাতালানরা। টানা আক্রমণে ৫৩ থেকে ৯০ মিনিট পর্যন্ত পাঁচটি গোল পায় তারা। রাফিনিয়ার দুটি, লোপেসের দুর্দান্ত লংরেঞ্জার, আর শেষে লেভানদোভস্কির জোড়া গোল নিশ্চিত করে আধ ডজনের জয়।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১২। ঘরের মাঠে এ মৌসুমে প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগে দারুণ প্রস্তুতি সেরে নিল ফ্লিকের দল। বৃহস্পতিবার নিউক্যাসলের মাঠে ইউরোপীয় অভিযানে নামবে তারা।