শিরোনাম

আন্তোনিও রুডিগার ও জুড বেলিংহ্যাম। ছবি: সংগৃহীত।
রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার আবারও চোটের সাথে লড়ছেন। গত মৌসুমে ৫৫ ম্যাচে খেলেও এই মৌসুমে লা লিগার তিন ম্যাচের মধ্যে কেবল একটিতে মাঠে নামতে পেরেছেন জার্মান সেন্টারব্যাক। ১২ সেপ্টেম্বর অনুশীলনের সময় বাঁ পায়ের মাংশপেশিতে চোট পান রুডিগার, যা ক্লাবের জন্য বড় ধাক্কা।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, রুডিগারের চোট ‘সিরিয়াস’। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, তাকে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে ক্লাব মনে করছে, পুরোভাবে সুস্থ হতে রুডিগারের জন্য ১০–১২ সপ্তাহ সময় লাগতে পারে, অর্থাৎ আড়াই থেকে তিন মাস। রিয়ালের মেডিকেল টিম স্ক্যানের মাধ্যমে চোটের মারাত্মকতা মূল্যায়ন করবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুডিগার অন্তত ডিসেম্বর পর্যন্ত মাঠে ফিরতে পারবে না।
রুডিগারের চোট রিয়ালের রক্ষণকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই অবস্থায় জাবি আলোন্সোর হাতে আছেন ডেভিড আলাবা, রাউল আসেনসিও, মিলিতাও এবং ডিন হুইসেন। তবে মৌসুমের শুরুতে আলাবা ও আসেনসিও এখনও প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলেননি। যেভাবেই হোক, রুডিগারের অভিজ্ঞতার অভাব লস ব্লাঙ্কোসদের মুল রক্ষণে অনুভূত হবে।
অন্যদিকে, কাঁধে অস্ত্রোপচারের পর প্রত্যাশার চেয়ে দ্রুতই অনুশীলনে ফিরেছেন জুড বেলিংহ্যাম। ইংলিশ মিডফিল্ডারকে নিয়ে আশাবাদী শাবি আলোনসো, যিনি মনে করছেন, অক্টোবরের আগে বেলিংহ্যাম মাঠে ফিরতে পারবেন। বেলিংহ্যামের কাঁধের সমস্যা দুই বছর ধরে ছিল। ক্লাব বিশ্বকাপ থেকে রিয়ালের বিদায়ের পর গত জুলাইয়ের মাঝামাঝি অস্ত্রোপচার করা হয় এবং ১০–১২ সপ্তাহের বিশ্রামের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে অনুশীলনে আগেভাগে ফেরার কারণে সম্ভাবনা দেখা দিয়েছে দ্রুত ফেরা। আলোন্সো শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, “আমি কিছুটা ইতিবাচক হতে চাই। অক্টোবরের আগে সে ফিরতে পারবে আশা করি। দলের সঙ্গে কিছু কাজ শুরু করেছে এবং নিজেকে ভালো বোধ করছে।”
বেলিংহ্যাম ছাড়া রিয়াল মৌসুমের শুরুটা ভালভাবে করেছে। লা লিগার প্রথম তিন ম্যাচে সবকটিতেই জয় পেয়ে শীর্ষে আছে দলটি। শনিবার তাদের প্রতিপক্ষ হবে রিয়াল সোসিয়েদাদ। যদি বেলিংহ্যাম সেপ্টেম্বরের শেষ দিকে ফিরতে পারেন, তবে তা রিয়ালের জন্য দারুণ সহায়ক হবে, বিশেষ করে ২৭ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের জন্য।
আরও পড়ুন: