লা লিগায় পয়েন্ট খোয়ালো বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৯

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৩৪

শেয়ার

লা লিগায় পয়েন্ট খোয়ালো বার্সেলোনা
বার্সেলোনার হয়ে ম্যাচ বাঁচানো গোলটি করেন লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত।

লা লিগায় সোমাবার (১ সেপ্টেম্বর) রায়ো ভায়োকানোর মাঠে জয় হাতছাড়া করল বার্সেলোনা। লামিনে ইয়ামালের প্রথমার্ধের গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে হান্সি ফ্লিকের দলকে।

 

প্রথমার্ধে বার্সেলোনা বল দখলে আধিপত্য বিস্তার করলেও (৫৬ শতাংশ) সুযোগ নষ্টের খেসারত দিয়েছে তারা। ইয়ামালকে ফাউল করে পেপ চাভারিয়া পেনাল্টি উপহার দিলে স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে নেন। চলতি আসরে এটি তার দ্বিতীয় গোল।

 

তবে ব্যবধান বাড়ানোর সুযোগ বারবার হাতছাড়া করে কাতালানরা। রাফিনিয়া, ফেররান তোরেস ও দানি ওলমোর একের পর এক ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে ওঠেন কোচ ফ্লিক। বিশেষ করে যোগ করা সময়ে পেনাল্টি স্পট থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হওয়া ওলমোর কারণে বিরতির আগে ব্যবধান দ্বিগুণ হয়নি।

 

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভায়োকানো। ৬৭তম মিনিটে ইসি পালাসনের কর্নার থেকে ফ্রান পেরেসের শট পোস্টে লেগে জালে ঢোকে। ভ্যালেন্সিয়া থেকে আসা তরুণ ফরোয়ার্ডের জন্য এটি নতুন ক্লাবে প্রথম গোল। গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভাইয়েকানো এবং একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগও তৈরি করে। কিন্তু বারবার দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

 

ম্যাচে মোট ছয়টি দুর্দান্ত সেভ করে স্বাগতিকদের হতাশ করেন তিনি এবং পান ম্যাচসেরার পুরস্কার। বিশেষ করে শেষ দিকে পেরেস ও সের্হিও কামেয়োর দুটি শট টানা রুখে দিয়ে নিশ্চিত হার থেকে রক্ষা করেন দলকে।

 

অন্যদিকে রবার্ট লেভান্ডভস্কি ছিলেন নীরব। ম্যাচের অন্তিম মুহূর্তে ইয়ামাল চাইলে কাটব্যাক করে লেভান্ডভস্কিকে দিতে পারতেন, কিন্তু নিজে শট নিয়ে ব্যর্থ হন।

 

লামিনে ইয়ামালের পেনাল্টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন ভায়োকানোর খেলোয়াড় সমর্থকেরা। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই ম্যাচে মনিটরে রিপ্লে দেখা সম্ভব হয়নি, ফলে ভিএআরের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত।

 

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ও আথলেতিক বিলবাও টানা তিন জয়ে শীর্ষ দুই স্থানে।