‘ভিনিসিউসের আচরণ রিয়াল মাদ্রিদের জার্সিতে বেমানান’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ২১:১৯

শেয়ার

‘ভিনিসিউসের আচরণ রিয়াল মাদ্রিদের জার্সিতে বেমানান’
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। ছবি: সংগৃহীত।

রিয়াল ওবিয়েদোর বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচে শুধু গোল করাই নয়, বরং ভিনিসিউস জুনিয়রের আচরণ ফুটবল মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপের গোলে অবদান রাখার পর নিজেও একটি গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। কিন্তু ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় তার রেফারি ও দর্শকদের দিকে দেখানো ‘আপত্তিকর ইঙ্গিত’।

 

ভিনিসিউসের আচরণকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক স্পোর্টিং ডিরেক্টর প্রেদ্রাগ মিয়াইতোভিচ। তিনি বলেছেন, “এই মুহূর্তে জাবি আলোনসো পরিষ্কার করেছেন যে, প্রতিষ্ঠিত খেলোয়াড়দের তিনি দলে চান। আনচেলত্তির দলে ভিনির শক্ত জায়গা ছিল। কিন্তু সে আগে কী করেছে, সেটা জাবি পাত্তা দিচ্ছে না। কিছু ব্যাপার কখনও পাল্টায় না। আমার দিক থেকে, এই আচরণ রিয়াল মাদ্রিদের জার্সিতে একেবারেই বেমানান।”

 

ভিনিসিউসের ওই ইঙ্গিতের অর্থ হতে পারে দ্বিতীয় বিভাগে থাকা ওবিয়েদোর স্তরের প্রতি ইঙ্গিত করা। দীর্ঘ ২৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফিরে আসা ওবিয়েদোর সমর্থকরা মঞ্চে ছিলেন, এবং সেই সময়ে তার দিকে দুই আঙুল দেখানো উস্কানিমূলক হিসেবে ধরা হয়েছে। মিয়াইতোভিচ আরও যোগ করেছেন, “সবার সঙ্গে লড়াইয়ের মধ্য দিয়েই তাকে নিজেকে অনুপ্রাণিত করতে হবে। সে অসাধারণ খেলোয়াড়; কিন্তু এখানে থাকার জন্য সে উপযুক্ত কিনা সেটা আমাদের বিবেচনা করতে হবে।”

 

রিয়াল মাদ্রিদে ভিনিসিউসের অবদান অনস্বীকার্য। গোলদাতা হিসেবে তার খেলা দারুণ, খেলার গতিশীলতা দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে তার আচরণ মাঠের বাইরেও দলের ভাবমূর্তির সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে। সম্প্রতি জাবি আলোনসো স্পষ্ট করেছেন, প্রতিষ্ঠিত খেলোয়াড়রা দলের জন্য ইতিবাচক মান বজায় রাখার প্রয়োজন।