ভিনিসিয়ুসের মাথায় গন্ডগোল আছে: ওভিয়েদোর সবেক গোলরক্ষক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১৪:২৫

শেয়ার

ভিনিসিয়ুসের মাথায় গন্ডগোল আছে: ওভিয়েদোর সবেক গোলরক্ষক
রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে পেনাল্টির আবেদন করছেন ভিনিসিউস। ছবি: সংগৃহীত।

রিয়াল মাদ্রিদ সোমবার (২৫ আগস্ট) স্প্যানিশ লা লিগায় রিয়াল ওভিয়েদোর মাঠ কার্লোস টার্তিয়ে স্টেডিয়ামে সহজ জয় পেয়েছে ৩-০ গোলে। তবে ম্যাচটি যতটা আলোচিত হয়েছে গোল আর জয়ে, তার চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে ভিনিসিয়ুস জুনিয়রের আচরণ।

 

কোচ জাবি আলোনসো শুরুতে তাকে বেঞ্চে রাখলেও, ম্যাচের ৬৩ মিনিটে মাঠে নামান ভিনিসিয়ুসকে। তখন রিয়াল মাত্র ১-০ গোলে এগিয়ে ছিল। নামার পর থেকেই বদলে যায় খেলার চিত্র। এমবাপ্পের দ্বিতীয় গোলে দুর্দান্ত অ্যাসিস্ট করার পাশাপাশি নিজেও করেন দলের তৃতীয় গোল। অল্প সময়ের উপস্থিতিতেই ম্যাচের তারকা হয়ে ওঠেন তিনি।

 

তবে ফুটবল নৈপুণ্যের পাশাপাশি বিতর্কও ছড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমে প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকলের পর পেনাল্টি পাওয়ার জন্য অভিনয় করেন, যা ধরা পড়ে রেফারির চোখে। এজন্য হলুদ কার্ডও দেখেন তিনি। এরপর এমবাপ্পের গোলে উদযাপনের সময় দর্শকদের উদ্দেশে কিছু বলতে যাচ্ছিলেন, যদিও সতীর্থ এমবাপ্পে তার মুখ চেপে ধরেন। তা সত্ত্বেও ভিনিসিয়ুস গ্যালারির দিকে রাগ দেখান।

 

ওভিয়েদোর সমর্থকরাও চুপ থাকেননি। তারা একযোগে তাকে লক্ষ্য করে 'ইডিয়ট! ইডিয়ট!' স্লোগান দিতে থাকেন। জবাবে ভিনিসিয়ুস হাতের ইশারায় তাদেরকে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার ইঙ্গিত দেখান। অথচ ওভিয়েদো ২৪ বছর পর এই মৌসুমেই লা লিগায় প্রমোশন পেয়েছে, ফলে তার আচরণকে সরাসরি ক্লাবের অপমান হিসেবে দেখা হয়। ম্যাচ শেষে অবশ্য ভিনিসিয়ুস শান্তভাবেই প্রতিক্রিয়া জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেন, "আমি যেমন, তেমনই আছি।"

 

কিন্তু সাবেক ওভিয়েদো গোলরক্ষক এস্তেবান সুয়ারেজ বিষয়টি সহজভাবে নেননি। ওন্ডা সেরোর, রাদিও এস্তাদিও নোচে অনুষ্ঠানে তিনি বলেন, "ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে। এই মাঠে এটাই তার প্রথম খেলা, এখানে তার কোনো পুরনো দ্বন্দ্বও নেই। তবুও ৩০ হাজার দর্শককে অপমান করে সে বলেছে, ‘তোমরা সেগুন্দায় যাও’। এটা আসলে মানসিক কিংবা সামাজিক সমস্যারই প্রকাশ।”