শিরোনাম

জোড়া গোল করে কিলিয়ান এমবাপ্পে’র উচ্ছাস। ছবি: সংগৃহীত।
লা লিগায় মৌসুমের দ্বিতীয় ম্যাচেও জয় পেল রিয়াল মাদ্রিদ। প্রমোশন পাওয়া ওভিয়েদোর মাঠে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে সহজ জয় পেয়েছে তারা। ব্যবধান ৩–০। এ নিয়ে নতুন মৌসুমে দুই ম্যাচে দুই জয়ে স্বস্তিতে আছে জাবি আলোনসোর দল।
প্রথম ম্যাচে ওসাসুনাকে ১–০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচের পরীক্ষাটা ছিল কিছুটা ভিন্ন। প্রতিপক্ষ নতুন, মাঠও প্রায় অচেনা। তবু শুরু থেকে আধিপত্য বিস্তার করেছিল রিয়াল। শুরুর একাদশে আলোনসোর সিদ্ধান্তে ছিল চমকও। বেঞ্চে রাখা হলো ভিনিসিয়ুসকে, বাঁ পাশে খেলালেন ফর্মহীন রদ্রিগোকে। আর ডান পাশে মাত্র আঠারো বছর বয়সী ফ্রাংকো মাস্তানতুয়োনো পেলেন প্রথম একাদশে নামার সুযোগ।
প্রথমার্ধে সবচেয়ে আলো ছড়ালেন রদ্রিগো। বারবার ভেঙে দিলেন ওভিয়েদোর রক্ষণ। তবে গোল এলো ৩৭ মিনিটে। মাঝমাঠ থেকে চুয়ামেনির ট্যাকল, এরপর আরদা গুলের পাসে এমবাপ্পে। চমৎকার টার্নের পর নিচু শটে জাল খুঁজে নিলেন ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধে খানিকটা ধীর হয়ে পড়ে রিয়াল। সুযোগ কাজে লাগিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করে ওভিয়েদো। তবে শেষ হাসি হেসেছে অতিথিরাই। ৮৩ মিনিটে বদলি ভিনিসিয়ুসের দুর্দান্ত প্রেস থেকে বল পান এমবাপ্পে। জায়গা তৈরি করে নিয়ে করলেন নিজের দ্বিতীয় গোল।
যোগ হওয়া সময়ে দর্শকদের মুগ্ধ করলেন ভিনিসিয়ুস জুনিয়র। বল নিয়ে একা দৌড়ে রক্ষণ ভেদ করে দারুণ শটে ওভিয়েদোর জাল কাঁপালেন তিনি। ব্যবধান দাঁড়াল ৩–০।
দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া ওভিয়েদো পরের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। অন্যদিকে ৩০ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠে মায়োর্কার বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: