শিরোনাম

সমতায় ফিরিয়ে উদযাপনে মত্ত ফেররান তরেস। ছবি: সংগৃহীত।
লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা অব্যাহত রাখল শিরোপাধারী বার্সেলোনা। শনিবার (২৪ আগস্ট) রাতে লেভান্তের মাঠে রোমাঞ্চকর এক ম্যাচে ৩-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। পুরো ম্যাচ জুড়ে একচেটিয়া দাপট দেখালেও প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে চাপে পড়েছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিলো কাতালানরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। প্রায় ৮৩ শতাংশ সময় বলের দখলে রাখে এবং ২৬টি শট নেয় তারা। তবে প্রতিপক্ষ লেভান্তে পাল্টা আক্রমণে ভয় ধরিয়ে দেয় স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসিয়ে।
১৫তম মিনিটেই এগিয়ে যায় লেভান্তে। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বলে জেরেমির পাস পেয়ে ডিফেন্ডারদের কাটিয়ে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড ইভান রোমেরো। এরপর একের পর এক সুযোগ নষ্ট করে বার্সেলোনা। ৩৭তম মিনিটে ফেররান তরেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। তিন মিনিট পর ইয়ামালের প্রচেষ্টা ঠেকান লেভান্তে গোলরক্ষক।
প্রথমার্ধের যোগ করা সময়ে আসে দ্বিতীয় ধাক্কা। বক্সে আলেহান্দ্রো বাল্দের হাতে বল লাগার ঘটনায় ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ ফরোয়ার্ড হোসে লুইস মোরালেস। বিরতিতে ২-০ তে পিছিয়ে ছিল বার্সেলোনা।
তবে বিরতির পরেই ম্যাচ ঘুরে যায়। ৪৯তম মিনিটে ইয়ামালের পাস থেকে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন পেদ্রি। মাত্র তিন মিনিট পর কর্নার থেকে ফেররান তরেসের ভলি এনে দেয় সমতা। এরপর একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না বার্সেলোনা। গোলরক্ষকের নৈপুণ্যে বেঁচে যায় লেভান্তে।
অবশেষে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটেই আসে জয়সূচক গোল। ইয়ামালের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন লেভান্তের ডিফেন্ডার উনাই এলগেসাবাল। নাটকীয় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সেলোনা।
দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতালানরা। অন্যদিকে তিন বছর পর লা লিগায় ফেরা লেভান্তে প্রথম দুই ম্যাচেই হেরে হতাশায় ভুগছে।
আরও পড়ুন: