শিরোনাম

বার্সেলোনা-ভিয়ারিয়ালের মায়ামি ম্যাচের বিরুদ্ধে লা-লিগার ২০ অধিনায়ক। ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে প্রস্তাবিত লা-লিগার ম্যাচ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ২০ ডিসেম্বর বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই লা লিগা ম্যাচকে কেন্দ্র করে স্পেনের ২০ দলের অধিনায়ক সরাসরি আপত্তি জানিয়েছেন। স্পেনের পেশাদার ফুটবলারদের সংগঠন (এএফই) জানিয়েছে, খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া মোটেও গ্রহণযোগ্য নয়।
এএফইর দাবি, লা লিগার বিদেশে ম্যাচ আয়োজন নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাদের সঙ্গে কোনো প্রাথমিক আলোচনাই করেনি এবং পর্যাপ্ত তথ্য দেয়নি। ফলে খেলোয়াড়রা এই পরিকল্পনাকে সমর্থন করতে পারছেন না। “ক্লাবগুলোর অধিনায়কদের সমর্থন থাকলেও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া অসম্মানজনক,” বিবৃতিতে বলা হয়েছে।
ফুটবল খেলোয়াড়দের দীর্ঘ ভ্রমণ এবং কর্মদক্ষতায় প্রভাব পড়বে এমন ধকল বিবেচনা না করেই আরএফইএফ এই পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছে এএফই। ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ আয়োজনের চেষ্টা চলছিল মূলত আর্থিক কারণে, যেখানে স্প্যানিশ শীর্ষ লিগকে মার্কিন মার্কেটে ছড়িয়ে আয়ের সুযোগ তৈরি হয়।
বার্সেলোনা-ভিয়ারিয়ালের হোম ম্যাচটি মায়ামির ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে উয়েফা ও ফিফার আনুষ্ঠানিক অনুমোদন মেলেনি, এবং যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন (ইউএসএসএফ) ও কনকাকাফও অনুমোদন দেয়নি। তবে মার্কিন অংশীদার রিলেভেন্ট স্পোর্টস গ্রুপ, ইউএসএসএফ ও ফিফার মধ্যে মামলা নিষ্পত্তি হওয়ায় কিছুটা পথ পরিষ্কার হয়েছে।
রিয়াল মাদ্রিদ আগেই এই পরিকল্পনার বিরোধিতা জানিয়েছিল। এবার এএফই স্পষ্ট জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের মতামত ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। “আমরা সম্মান ও স্বচ্ছতা চাই। আমাদের সঙ্গে আলোচনা ছাড়া এমন বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়,” এএফই প্রতিনিধি বলেছেন।
লা লিগার নতুন মৌসুম গত ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে। প্রথম রাউন্ড থেকে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। খেলোয়াড়দের আপত্তি ও আন্তর্জাতিক অনুমোদনের অপেক্ষায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে প্রস্তাবিত মায়ামি ম্যাচের ভবিষ্যৎ।
আরও পড়ুন: