ওসাসুনাকে হারিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১৪:১৭

আপডেট: ২০ আগস্ট, ২০২৫ ১৬:২৫

শেয়ার

ওসাসুনাকে হারিয়ে শুরু রিয়াল মাদ্রিদের
মৌসুমে নিজেদের প্রথম গোল উদযাপন করছেন মাদ্রিদের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

শিরোপাহীন এক মৌসুমের পর নতুন উদ্যমে লা লিগার শুরু করেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসো এবং কয়েকটি নতুন সাইনিংয়ের সঙ্গে তাদের প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখা গেছে। তবে শেষ পর্যন্ত গোলের ব্যবধান এসেছিল মাত্র একটিতেই - কিলিয়ান এমবাপের সফল পেনাল্টি থেকে। ১-০ গোলে তারা ওসাসুনাকে হারিয়েছে।


ম্যাচ চলাকালীন রিয়ালের বল দখল ছিল ৭১ শতাংশ। ১৮টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যভেদ করতে সক্ষম হয় লস ব্লাঙ্কোস, অন্যদিকে ওসাসুনার দুটি শটও লক্ষ্যে যেতে পারেনি। ম্যাচের একমাত্র গোল আসে ৫১ মিনিটে, যখন ফরাসি ফরোয়ার্ড এমবাপে নিজের আইকনিক ১০ নম্বর জার্সিতে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে নেন।


নতুন কোচ জাবি আলোনসো এই ম্যাচে মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং ডিফেন্ডার আনহেল কারেরাসকে অভিষেক করান। আর্জেন্টিনার ১৮ বছর বয়সী মিডফিল্ডারের সম্ভাবনা কিছুটা হলেও দেখা গেছে প্রথম ম্যাচেই। শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলা ওসাসুনাকে চাপে রেখে রিয়াল অনেক শট নিলে তাও গোল রক্ষা করেন সফরকারীর গোলরক্ষক সার্জিও হেরা, বিশেষ করে ডিন হুইজসেন ও এডার মিলিটাওয়ের শট।


গোলের সুযোগ আসে পেনাল্টি থেকে। এমবাপের বক্সে ফাউল করেন হুয়ান ক্রুস, রেফারির পেনাল্টি সিদ্ধান্তের বিরুদ্ধে সফরকারীরা প্রতিবাদ করলেও ভিএআর সেই সিদ্ধান্ত বহাল রাখে। এমবাপে সফল স্পটকিকে রিয়ালকে এগিয়ে নেন। পরে দানি কারভাহাল ও মাস্তান্তুয়োনোকে বদলি করেন আলোনসো। ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি সময়ে আবেল ব্রিটনেসকে লাল কার্ড দেখানো হয়, ফলে ওসাসুনা শেষ কয়েক মিনিট ১০ জনের দলে থাকে।


সবশেষে ১-০ ব্যবধানে রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে, নতুন মৌসুমের প্রথম জয় উদযাপন করে।