মধুর সমস্যায় রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫ ১৪:১৬

আপডেট: ১৯ আগস্ট, ২০২৫ ১৭:৪১

শেয়ার

মধুর সমস্যায় রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো
রক্ষণভাগ নিয়ে মধুর সমস্যায় রিয়াল কোচ জাবি আলান্সো। ছবি: সংগৃহীত।

রিয়ালের রক্ষণভাগে দীর্ঘদিনের ভরসার প্রতীক দানি কার্ভাহাল। আক্রমণ ঠেকাতে যেমন দক্ষ, তেমনি বড় ম্যাচে দলের ভরসা হয়ে ওঠার ইতিহাসও রয়েছে তার। বিপরীতে, ইংলিশ তারকা ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নাম শুনলেই ভেসে ওঠে নিখুঁত পাস, আক্রমণভাগকে জাগিয়ে তোলার এক অনন্য ছন্দ। অভিজ্ঞতা বনাম তরুণ দীপ্তি দুই মেরুর এ দুই তারকাকে নিয়ে এখন রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক পজিশনে তৈরি হয়েছে এক মধুর সমস্যার।

 

এই সমস্যাটিকে অবশ্য ‘সমস্যা’ হিসেবে দেখছেন না রিয়াল কোচ জাবি আলোনসো। বরং তিনি এটাকে প্রতিযোগিতা বলেই ব্যাখ্যা করলেন। আর এই প্রতিযোগিতা নাকি দলের জন্য আশীর্বাদস্বরূপ।

 

“আমি চাই প্রতিটি পজিশনে লড়াই থাকুক। দুজন খেলোয়াড় নিজেদের প্রমাণ করতে চাইবে, সেটাই তো সুস্থ প্রতিযোগিতা। মৌসুমজুড়ে এতগুলো ম্যাচ খেলতে হবে যে, সবাইকেই লাগবে। তাই আমি এটা ইতিবাচকভাবেই দেখি।” এমনটাই জানালেন আলোনসো

 

গত মৌসুমে কার্ভাহালের চোটে ভুগতে হয়েছিল রিয়ালকে। এসিএলের সেই আঘাতের কারণে মৌসুমের প্রায় পুরোটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে স্প্যানিশ ডিফেন্ডারকে। তবে নতুন মৌসুমে তিনি ফিরেছেন। শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত করেই নামতে চান মাঠে। অন্যদিকে, লিভারপুল থেকে আসা আর্নল্ডও দলে নিজের জায়গা পাকা করতে মরিয়া। সময়ের অন্যতম সেরা রাইট ব্যাক হিসেবে তার যে সুনাম, তা প্রমাণ করার অপেক্ষায় তিনি।

 

রিয়ালের জন্য এই প্রতিযোগিতা নিঃসন্দেহে বড় প্লাস পয়েন্ট। কারণ গত মৌসুমের মতো এবার যেন আর চোট-সঙ্কটে জর্জরিত না হয় তারা, সেই নিশ্চয়তা দিতে পারবেন একাধিক বিকল্প। আর আলোনসোও জানিয়ে দিয়েছেন, মৌসুমের ব্যস্ত সূচি মাথায় রেখে তিনি কাউকেই একা ভরসা করবেন না।

 

এদিকে নতুন মৌসুমের শুরুটা হচ্ছে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে। মঙ্গলবার লা লিগার প্রথম ম্যাচ খেলতে নামবে রিয়াল। ক্লাব বিশ্বকাপের কারণে দল পর্যাপ্ত বিশ্রাম পায়নি। প্রস্তুতির সময়ও ছিল হাতে খুব কম। প্রাক-মৌসুমে স্রেফ একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের।

 

তবে কোনো অজুহাত খুঁজতে রাজি নন আলোনসো। তার ভাষায়, “আরও কিছুটা সময় প্রস্তুতির জন্য পেলে ভালো হতো। কিন্তু আমরা সেটা পাইনি। এখন যেটুকু আছে, সেটুকুই যথেষ্ট করতে হবে। আমি চাই না খেলোয়াড়রা ক্লান্তির পেছনে আড়াল খুঁজুক। মাঠে নামলেই লড়াই করতে হবে।”