র‍্যাশফোর্ড-গার্সিয়াকে নিয়েই বার্সেলোনার স্কোয়াড ঘোষণা 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৯:২৬

আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ ১৯:৩৪

শেয়ার

র‍্যাশফোর্ড-গার্সিয়াকে নিয়েই বার্সেলোনার স্কোয়াড ঘোষণা 
র‌্যাশফোর্ড ও গার্সিয়াকে নিয়েই মাঠে নামবে বার্সেলোনা। ছবি: সংগৃহীত।

অবশেষে কাটলো অনিশ্চয়তার মেঘ। লা লিগার আর্থিক বিধিনিষেধে জর্জরিত বার্সেলোনা নতুন মৌসুমের শুরুতেই বড় স্বস্তি পেলো। সব বাধা পেরিয়ে মায়োর্কার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই মাঠে নামতে যাচ্ছেন স্প্যানিশ গোলরক্ষক হোয়ান গার্সিয়া ও ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড।

 

আর্থিক ভারসাম্য হারানোয় বেশ কিছু মৌসুম ধরে খেলোয়াড় নিবন্ধনে হিমশিম খাচ্ছে কাতালান জায়ান্টরা। এবারও একই সমস্যায় পড়ে নতুন দুই সাইনিংকে দলে নামানো নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এস্পানিওল থেকে দলে আসা গার্সিয়া এবং ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা র‌্যাশফোর্ডকে নিবন্ধন করাতে বিশেষ চাপের মুখে পড়ে ক্লাব কর্তৃপক্ষ।

 

মাত্র একদিন আগেও পরিস্থিতি অনিশ্চিত ছিল। ফলে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছিলেন নতুন কোচ হান্সি ফ্লিক। তবে পরদিনই ভিন্ন চিত্র সভাপতি হুয়ান লাপোর্তা জানালেন, খেলোয়াড় দুজনকে নিয়ে সব প্রক্রিয়া শেষ করেছে বার্সেলোনা। লা লিগার আনুষ্ঠানিক অনুমোদন মেললেই তারা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।

 

ক্লাব ওয়েবসাইটে ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে র‌্যাশফোর্ড ও গার্সিয়াকে। অর্থাৎ, শনিবার (১৬ আগস্ট) মায়োর্কার মাঠে মৌসুম শুরুর ম্যাচে তাদের দেখা যাওয়ার সম্ভাবনা এখন নিশ্চিত।