শিরোনাম
.jpg)
এমবাপ্পের সমান বেতন চান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত।
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র তার নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে চলমান আলোচনা আপাতত স্থগিত করেছেন। স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, বেতনের বিষয়ে নিজের দাবিতে অনড় থাকায় ভিনিসিয়ুস এই সিদ্ধান্ত নিয়েছেন।
ভিনিসিয়ুসের দাবি রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হওয়া উচিত তার, অর্থাৎ সদ্য যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পের সমপর্যায়ের বেতন চাচ্ছেন তিনি। অথচ কিছুদিন আগেও দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়নের আলোচনায় ভালো অগ্রগতি হয়েছিল।
ভিনিসিয়ুসের ঘনিষ্ঠরা জানিয়েছে, আগের আলোচনায় যে শর্তে সম্মতি হয়েছিল ২০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতন এবং কিছু পারফরম্যান্স-ভিত্তিক বোনাস তা নিয়েই কোনও বিভ্রান্তি ছিল না। তবে এমবাপ্পের আগমনের পর পরিস্থিতি বদলে গেছে। এখন ভিনিসিয়ুস চান তার মূল্যায়ন হোক ক্লাবের প্রধান তারকা হিসেবেই।
তবে চুক্তি নিয়ে তাৎক্ষণিকভাবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভিনির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, অর্থাৎ হাতে সময় আছে অনেকটা। তবু রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ আগেভাগেই আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পন্ন করতে চেয়েছিল। ভিনিসিয়ুসের নতুন চাহিদা সে পরিকল্পনায় কিছুটা জটিলতা তৈরি করেছে।
তবে ক্লাব ও খেলোয়াড়, দুই পক্ষের মধ্যেই এখনও পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদার সম্পর্ক অটুট রয়েছে। আলোচনায় বিরতি এলেও সম্পর্কের মধ্যে কোনো উত্তেজনা নেই বলে জানা গেছে।
রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনায় ভিনিসিয়ুস গুরুত্বপূর্ণ অংশ। ক্লাবের ব্র্যান্ড ভ্যালু, মাঠের পারফরম্যান্স ও সমর্থকদের সঙ্গে সংযোগ সবদিক থেকেই তাকে মধ্যমণি হিসেবে বিবেচনা করা হয়। শোনা যাচ্ছে, এক্সাবি আলোনসোর অধীনে নতুন মৌসুমে ভিনির ওপরই থাকবে আক্রমণের মূল ভরসা।
ভিনিসিয়ুসও মাঠে নিজেকে প্রমাণ করে ক্লাবের সামনে তার দাবিকে আরও শক্ত ভিত্তি দিতে চান। ফলে এই মৌসুমেই যদি শিরোপা বা বড় কোনও অর্জন আসে, তাহলে আবার আলোচনায় ফিরলে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো কঠিন হবে না।
শেষ পর্যন্ত, চুক্তি নিয়ে আলোচনা থেমে থাকলেও রিয়াল সমর্থকরা নিশ্চিন্ত থাকতে পারেন ভিনিসিয়ুস ক্লাব, তার ভবিষ্যৎ ও লক্ষ্যের প্রতি এখনও প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: