গোলমেশিন লেভানডভস্কিকে ঘিরে সৌদি গুঞ্জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১৬:৫১

আপডেট: ৩১ জুলাই, ২০২৫ ১৬:৫৩

শেয়ার

গোলমেশিন লেভানডভস্কিকে ঘিরে সৌদি গুঞ্জন
সৌদি ক্লাবগুলোর আগ্রহে ফের আলোচনায় রবার্ট লেভানডভস্কি। ছবি: সংগৃহীত।

৩৬ বছর বয়সেও গোলমেশিন হিসেবেই নিজেকে প্রমাণ করে চলেছেন রবার্ট লেভানডভস্কি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বার্সেলোনার এই পোলিশ স্ট্রাইকার। তার ক্লাস, ধারাবাহিকতা আর অভিজ্ঞতাই যেন বার্সার আক্রমণের মেরুদণ্ড। এমন এক তারকাকে ঘিরে তাই আবারও গুঞ্জন—সৌদি প্রো লিগে দেখা যেতে পারে তাঁকে।

 

স্প্যানিশ গণমাধ্যমের তথ্যমতে, সৌদি প্রো লিগের একাধিক ক্লাব লেভানডভস্কিকে নিয়ে পরিকল্পনা করছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি এখনো, তবে আগেভাগেই ভবিষ্যতের জন্য মাঠ তৈরি করছে তারা। জানা গেছে, তাকে দলে নিতে অন্তত দুইটি ক্লাব ৪০ মিলিয়ন ইউরো পার সিজনের প্রস্তাব তৈরি করে রেখেছে। যার একটি এসেছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী ঘনিষ্ঠ একটি ক্লাবের পক্ষ থেকে।

 

যদিও লেভানডভস্কি বার্সা ছাড়তে চান না এখনই। জার্মান সংবাদমাধ্যম বিল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবেই জানান, “আমার ক্যারিয়ারে ৩০টির বেশি ট্রফি জিতেছি, কিন্তু আমি এখনো ক্ষুধার্ত। আমি এখানেই থাকব, আমার মন এখন কেবল বার্সেলোনাতেই।”

 

এমনকি সাম্প্রতিক একটি বিতর্কের মধ্যেও, যেখানে জাতীয় দলের হয়ে খেলতে না যাওয়ায় পোল্যান্ড দলের কোচ মিখাল প্রোবিয়েজ পদত্যাগ করেন, সেখানেও বার্সেলোনার প্রতি নিজের প্রতিশ্রুতি স্পষ্ট করেন লেভানডভস্কি। তাঁর বর্তমান চুক্তি চলবে ২০২৬ সাল পর্যন্ত, আর সেই চুক্তির একটি স্বয়ংক্রিয় এক্সটেনশন ক্লজ ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে। এমনকি বার্সা চাইলে পারফরম্যান্সের ভিত্তিতে আরও এক বছর বাড়াতেও পারে মেয়াদ।

 

চলতি বছরের মার্চে সৌদি ক্লাবগুলোর প্রস্তাব অস্বীকার করে লেভানডভস্কির এজেন্ট পিনি জাহাভি বলেন, “সৌদি আরব থেকে কোনো ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। অফারের কথাও ঠিক নয়। রবার্ট বার্সেলোনাতেই খুশি এবং তিনি এখানেই থাকছেন। চুক্তি অনুযায়ী আমরা ১০০ শতাংশ সম্মান জানাই বার্সাকে।”

 

তবে এজেন্টের বক্তব্য, খেলোয়াড়ের ঘোষণাসহ সবকিছুর পরও, সৌদি প্রো লিগে যোগ দেওয়ার গুঞ্জন নতুন করে বেশ জোরালো হয়ে উঠেছে এই পোলিশ ফরোয়ার্ডকে ঘিরে।