শিরোনাম
.jpg)
চুক্তির মেয়াদ বাড়িয়ে উচ্ছসিত জুল কুন্দে। ছবি: সংগৃহীত।
বার্সেলোনায় আরও দীর্ঘ সময় থাকার বিষয়টি চূড়ান্ত করেছেন জুল কুন্দে। ফরাসি এই ডিফেন্ডার জানিয়েছেন, ২০২৭ সাল পর্যন্ত থাকা বর্তমান চুক্তির মেয়াদ তিন বছর বাড়িয়ে ২০৩০ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে প্রাক-মৌসুম প্রস্তুতিতে এশিয়া সফরে থাকা বার্সেলোনা শিবিরে থেকেই এই ঘোষণা দিয়েছেন কুন্দে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে স্থানীয় সময় বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুন্দে বলেন, “হ্যাঁ, এটা এখন কেবল সময়ের ব্যাপার। আমরা বার্সেলোনায় ফিরে আনুষ্ঠানিকতা শেষ করব। আমি দারুণ খুশি। সবকিছুই খুব দ্রুত হয়েছে, কারণ ক্লাব ও আমার ভাবনা এক আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাচ্ছি। আমি এখানে অনেক স্বস্তিতে আছি, ক্লাবের উচ্চাশা আমাকে অনুপ্রাণিত করে। প্রতি বছর আমরা সব শিরোপার জন্য লড়াই করি। ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা আমার নেই।”
২৬ বছর বয়সী এই ফরাসি ডিফেন্ডার বার্সেলোনায় যোগ দেন ২০২২ সালে সেভিয়া থেকে। এরপর থেকেই দলে নিয়মিত হয়ে উঠেছেন তিনি, বিশেষ করে রাইট-ব্যাক পজিশনে। এখন পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪১টি ম্যাচে অংশ নিয়েছেন কুন্দে। করেছেন ৭টি গোল, করিয়েছেন আরও ১৮টি।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল তার। পারফরম্যান্সের ধারাবাহিকতায় তিনি শাভি এর্নান্দেসের পরিকল্পনায় নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। শুধু তাই নয়, লা লিগার মৌসুম সেরা দলেও জায়গা করে নিয়েছেন তিনবার।
বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী কুন্দে। নিজের উন্নতির পাশাপাশি ক্লাবের সাফল্যেই গুরুত্ব দিতে চান তিনি। “আমি এখানে থাকতেই চেয়েছি। এটা আমার জন্য একটা বড় ক্লাব, বড় মঞ্চ। আমি নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট, তবে জানি আরও অনেক কিছু দেওয়ার আছে। ক্লাবের লক্ষ্য আমার লক্ষ্য এগিয়ে যাওয়া।”
কুন্দের ফুটবল যাত্রা শুরু ফ্রান্সের ক্লাব বহদুর একাডেমি থেকে। সেখান থেকে পেশাদার ক্যারিয়ারে প্রবেশ করে ২০১৯ সালে স্পেনের ক্লাব সেভিয়ায় নাম লেখান তিনি। তিন মৌসুমে নিজেকে প্রমাণ করে ২০২২ সালে বার্সেলোনায় আসেন শাভি এর্নান্দেসের ডাকে সাড়া দিয়ে।
চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসছে বলে ধারণা করা হচ্ছে। তবে কুন্দের কথায়ই পরিষ্কার—তিনি ভবিষ্যৎ গড়তে চান বার্সেলোনার হয়ে, মাঠে লড়াই করে এবং শিরোপা জিতে। ২০৩০ পর্যন্ত তার নতুন চুক্তির পথচলা এখন শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: