মাদ্রিদের দশ নম্বর জার্সি গায়ে এমবাপ্পের রাজত্ব শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১৩:৫৭

আপডেট: ৩০ জুলাই, ২০২৫ ১৩:৫৯

শেয়ার

মাদ্রিদের দশ নম্বর জার্সি গায়ে এমবাপ্পের রাজত্ব শুরু
রিয়ালের নতুন ১০ নম্বর জার্সিধারী কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত।

ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবার রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সির অধিকারী হলেন। ক্লাবটির মিডফিল্ডার লুকা মদরিচ এসি মিলানে যোগ দেওয়ার পর এই জার্সি এখন উঠছে ফরাসি ফরোয়ার্ডের কাঁধে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

 

২৬ বছর বয়সী এমবাপ্পে গত মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই থেকে ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেন এবং অভিষেক মৌসুমে ৯ নম্বর জার্সি পরে মাঠ মাতান। যদিও ২০২৪-২৫ মৌসুমে ৪৪টি গোল করলেও কোনো বড় ট্রফির স্বাদ পাননি।

 

রিয়ালের ইতিহাসে ১০ নম্বর জার্সিটি বরাবরই এক বিশেষ মর্যাদার প্রতীক। এই জার্সি গায়ে দিয়েছেন একের পর এক কিংবদন্তি মিডফিল্ডার ও আক্রমণ-সৃষ্টিকারী খেলোয়াড়রা। ফেরেন্স পুসকাস, ক্লারেন্স সেডরফ, লুইস ফিগো, মাইকেল লড্রাপ, গিওর্গি হাজি, রবিনহো, মেসুত ওজিল থেকে শুরু করে সর্বশেষ লুকা মদরিচ—সবাই ছিলেন মূলত মাঝমাঠের তারকা।

 

তবে এবারের ব্যতিক্রম এমবাপ্পে। মূলত একজন সেন্টার ফরোয়ার্ড হয়েও ১০ নম্বর জার্সি পেলেন তিনি। যদিও এমবাপ্পের পজিশন-প্লে বরাবরই বহুমাত্রিক—উইঙ্গার হিসেবে শুরু করলেও তিনি প্রয়োজনে খেলে থাকেন অ্যাটাকিং থার্ডের নানা জায়গায়।

 

রিয়ালের ঘরানায়, যেখানে ১০ নম্বর মানেই দৃষ্টিনন্দন পাস, মাঠজুড়ে দৌড়, খেলা নিয়ন্ত্রণ করার সামর্থ্য—সেখানে এমবাপ্পের গতি, গোল স্কোরিং ইনস্টিন্ট ও প্রযুক্তিগত দক্ষতা এক নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

রিয়াল মাদ্রিদ ভক্তদের কাছে ১০ নম্বর মানে কেবল একটি সংখ্যা নয়, বরং মাঠের একজন মায়েস্ত্রো। এবার সেই ভূমিকায় দেখা যাবে এমবাপ্পেকে যিনি নিজ যোগ্যতায় রিয়ালের ১০ নম্বর জার্সিধারী হলেন।